সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
শীত আসছে। চুলকে রুক্ষ হতে দেবেন না। বরং আগে থেকেই সাবধান হোন। কোন চুলে কেমন যত্ন? বিউটিশিয়ান শাহনাজ হুসেনের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী।
তৈলাক্ত চুলের যত্ন
তৈলাক্ত চুল তাড়াতাড়ি নোংরা হয়। তাই তা ধুয়ে পরিষ্কার রাখা জরুরি। তবে সাবধান, সাধারণ শ্যাম্পু বারবার চুলে ব্যবহার করবেন না। বরং মাইল্ড হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর মাত্রাও মেপে নিন। লম্বা চুলে রোজ এক চা চামচ আর ছোট চুলে আধ চা চামচ শ্যাম্পুই যথেষ্ট। সবশেষে এক মগ জলে একটা পাতি লেবুর রস গুলে সেই জল দিয়ে চুলটা ধুয়ে নেবেন। তৈলাক্ত চুলে খুব বেশিবার না আঁচড়ানোই ভালো। তাতে স্ক্যাল্পের অয়েল গ্ল্যান্ডের মুখ আরও খুলে যায় এবং চুল অতিরিক্ত তৈলাক্ত হয়। স্যালঁয় নিয়মিত এসে হেনা করালেও এই ধরনের চুল ভালো থাকে। হেনায় চার চামচ করে চায়ের লিকার, কফি পাউডার ও লেবুর রস মেশালে তৈলাক্ত চুল চকচক করবে।
রুক্ষ চুলের সমস্যায়
রুক্ষ চুল খুবই ভঙ্গুর। এই চুল মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ান। শুষ্ক চুলের ক্ষেত্রে হট অয়েল ট্রিটমেন্টের সময় ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মিশিয়ে একটা প্যাক তৈরি করা হয়। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত হালকা হাতে মাসাজ করতে হয়। এবং তারপর গরম জলে ভেজানো একটা তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে রাখা হয়। স্যালঁয় মাসাজ করালে মাসাজের পদ্ধতি সঠিক থাকে। এবং চুল গোড়া থেকে শক্ত হয়। প্রতিবার শ্যাম্পুর পর এমন চুলে ক্রিমযুক্ত কন্ডিশনার ব্যবহার করুন। রুক্ষ চুলের ক্ষেত্রে মধু বা ডিমের কুসুমযুক্ত শ্যাম্পু বা প্যাক খুবই ভালো। তিলের তেলও এই ধরনের চুলের পক্ষে উপকারী।
চুলে স্পায়ের যত্ন
চুল যদি রুক্ষ হয়, তাহলে সপ্তাহে একবার স্পা করানো খুবই দরকার। আর সেই স্পা করাতে হবে ভালো কোনও বিউটি স্যালঁ থেকে। চুলে যদি নিয়মিত রং করা হয় তাহলেও সপ্তাহে একবার স্পা ট্রিটমেন্ট জরুরি। তৈলাক্ত চুলের জন্য অবশ্য মাসে দু’বার স্পা ট্রিটমেন্টই যথেষ্ট। হেয়ার স্পায়ের মাধ্যমে স্ক্যাল্প মাসাজ হয়, চুল পুষ্টিকর স্টিমবাথ পায়, এবং চুলের ধরন অনুযায়ী একটা প্যাকও ব্যবহার করা হয়। এর ফলে চুলের পুষ্টি ও স্বাস্থ্য বজায় থাকে। রুক্ষ চুলের ক্ষেত্রে প্রোটিনের প্রয়োজন হয়, স্পা ট্রিটমন্টের মাধ্যমে সেই রকম প্যাকও চুলে দেওয়া হয়। ফলে স্পা করানো খুবই দরকার।
রঙিন চুলের দেখভাল
রঙিন চুলের ক্ষেত্রে বাড়তি দেখভালের প্রয়োজন। নইলেই চুল রুক্ষ হয়ে যায়। তাছাড়া রঙের মধ্যে যে কেমিক্যাল থাকে তাতেও চুলের ক্ষতি হয়। ফলে রঙিন চুলকে যত্নে রাখা চাই। এমন চুলে মাসে একবার ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মিশিয়ে গরম করে লাগানো জরুরি। বিউটি স্যালঁয় গিয়ে হট অয়েল মাসাজও উপকারী। এছাড়াও প্রতিবার শ্যাম্পুর পর ক্রিমযুক্ত কন্ডিশনার লাগানো দরকার। আর ভিজে চুল মোছার ব্যাপারেও সাবধান, ঘষে ঘষে মুছবেন না। বরং শুকনো তোয়ালে খানিকক্ষণ চুলে জড়িয়ে রেখে তারপর তা হালকা হাতে মুছে নিন।