সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
কানে এখন একটা পিয়ার্সিংয়ে কেউ থেমে থাকে নাকি! নিদেনপক্ষে লতি ধরে ওপরের দিকে উঠলে খান তিনেক তো করিয়ে ফেলাই যায়। আর যাঁরা একটু বেশি সাহসী, ব্যথায় ভয় পান না, তাঁরা তো কানের একেবারে ওপরেও একটা পিয়ার্সিং করিয়ে নেন নির্দ্ধিধায়। মোটের ওপর মাল্টি-পিয়ার্সিং এখন শুধুই কলেজছাত্রীদের ফ্যাশনে আটকে আছে ভাবলে ভুল করবেন। ৩০-৪০ পার করা মহিলারাও আজকাল কর্ণশোভা বাড়িয়ে তুলতে দু’বার ভাবেন না। দু’তিনটে না হলেও একটা একস্ট্রা পিয়ার্সিং করানো তাই জলভাত। আর সেই পিয়ার্সিংয়ে কখনও হীরে, কখনও সোনা বা রুপোর স্টাড অথবা হাল আমলের কস্টিউম জুয়েলারি থেকেও বেছে নেওয়া ছোটখাট দুল বাড়িয়ে তোলে স্মার্টনেস। স্টাডের মধ্যে সাদা বা সবুজ পাথর বসানো দুলও পাওয়া যায়। তবে কানের ধার ঘেঁষে বালি নকশার ছোট দুলটাই বেশি জনপ্রিয়, জানালেন ‘আর্ট ই ফ্যাক্ট’-এর শ্রীজিতা দাশগুপ্ত। সেগুলোও সোনা বা রুপোয় আছে। তাছাড়া কপার বা ব্রাসেও পাওয়া যায়। দাম ১৮০-২৫০ টাকার মধ্যে। রয়েছে বাগুরি নকশার দুলও। কানের পাশ দিয়ে অর্ধচন্দ্রাকারে লেগে থাকে, দেখতে দুর্দান্ত।
কান তো হল। নাকের সাজই বা বাদ যায় কেন? তবে হ্যাঁ নাক বেঁধানোর ব্যথা অনেকেই সহ্য করতে পারেন না। ব্যথা তো বটেই, সংক্রমণেরও ভয়টা একটু বেশিই সেখানে। তাই ফলস নোজ পিনের এখন দারুণ কদর। রয়েছে সেপটাম রিং বা নোলকও। যেটা পরা যায় নাকের নীচের দিকে মাঝখানের অংশে। এক্ষেত্রেও নাক বেঁধানোর ঝঞ্ঝাট একেবারেই নেই। এগুলোর ভালোই চাহিদা এখন, বললেন শ্রীজিতা। তাঁর কথায়, ‘ফলস নোজপিন অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকলেও নোলকের ক্ষেত্রে সেটা একেবারেই হয় না। দেখতেও ভীষণ ট্রেন্ডি এবং ফ্যাশনেবল। ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন, সব রকম পোশাকের সঙ্গেই সুন্দর মানিয়ে যায় নাকের এই ছোট্ট গয়নাটি।’ রুপো বা জার্মান সিলভার সব রকম ডিজাইনেই পাবেন নোলক। কিছু নোজপিন চলছে কোয়ার্কি ডিজাইনে— একটা ছোট হার্ট শেপ বা একটা ছোট স্কাল কিংবা মাশরুম। চাইলে জিওমেট্রিকাল শেপ-ও পেয়ে যাবেন। এছাড়া তামার ওপরে মিনাকারির কাজ করা নয়নভোলানো খুব ছোট ছোট রাউন্ড শেপ নোজপিনও আছে শ্রীজিতার কাছে।
বড় ডিজাইনের নোজপিনও চলে। তবে সেটা ব্যক্তিগত পছন্দের ওপরেই বেশি নির্ভর করে। যাঁরা ক্যারি করতে পারেন, তাঁরাই পরেন। ছোট আকৃতির নোজপিন বা নোলক সব মুখে মানানসই বলে সেগুলো বেশি চাইছেন সব বয়সের মহিলা। ১০০-৩০০ টাকার মধ্যে মিলবে নানা নকশা।