Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

নয়া অবতারে চ্যালেঞ্জের মুখে মোদি
পি চিদম্বরম

‘সমগ্র পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ .../ এবং সমস্ত নরনারীই নিছক অভিনয় শিল্পী।/ নিজ নিজ ভূমিকা অনুসারে মঞ্চে তাদের সকলেরই প্রবেশ এবং প্রস্থান ঘটে;/ এমনকী, একই মানুষকে প্রয়োজনমতো অনেক ভূমিকার চিত্রায়ণ করতে হয়।’
—উইলিয়াম শেকসপিয়র
আজ, সোমবার আপনি এই লেখাটি যখন পড়ছেন, নরেন্দ্র মোদি তার আগেই তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে বসে গিয়েছেন। মোদিজির এই ফিরে আসার ব্যাপারটা কিন্তু আগের মতো একইরকম নয়। তাঁর পক্ষে এটা হল এক প্রকার প্রস্থান। এতদিন তিনি ছিলেন একটি একদলীয় সরকারের এক স্বৈরাচারী প্রধানমন্ত্রী। আর এবার তাঁর প্রবেশ ঘটল মাত্র ২০ আসনের সংখ্যাগরিষ্ঠতা বিশিষ্ট এবং অনেকগুলি দলের একটা জোটের প্রধানমন্ত্রী রূপে। উল্লেখ্য, এই জোট সরকারে এমপিদের মধ্যে টিডিপির ১৬ জন এবং জেডিইউয়ের ১২ জন থাকছেন। মোদিজির জন্য এটা হতে চলেছে একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। প্রচারক, বিজেপির সাধারণ সম্পাদক, গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সর্বমোট প্রায় ৫৫ বছরের পাবলিক লাইফে মাননীয় নরেন্দ্র মোদি এই ভূমিকার জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না। অতএব, এবার এমন একটি খেলা তাঁকে খেলতে হবে যার সঙ্গে তাঁর কোনও পূর্ব পরিচয় নেই। 
গণতন্ত্রের আংশিক পুনরুদ্ধার 
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মাধ্যমে ভারতের জনগণ এমন অনেক কিছু পেয়েছন যা কয়েক সপ্তাহ আগে পর্যন্তও প্রায় অসম্ভব বলে মনে করা হয়েছিল: 
• সংসদের দুটি কক্ষই পরিচালিত হবে বিধি ও সংসদের ঐকমত্য অনুসারে—আগের মতো প্রিসাইডিং অফিসার ও সংসদীয় নেতার মর্জিমাফিক আর নয়।
• সংসদের অভ্যন্তরের বিভিন্ন কমিটির গঠনেও এবার ভারসাম্য প্রতিষ্ঠা পাবে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলির পদ রাজনৈতিক দলগুলির মধ্যে বণ্টিত হবে সুচারুরূপে। 
• লোকসভায় বিরোধী দলের একজন স্বীকৃত নেতা থাকবেন যাঁর সঙ্গে থাকবে পর্যাপ্ত সংখ্যক সাংসদের সমর্থন; 
• সংসদে ট্রেজারি বেঞ্চ বা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে ঐকমত্য ছাড়া ভারতের সংবিধান আর সংশোধন করা যাবে না। 
• ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদের বৈঠকগুলি আর নামমাত্র হবে না। কোনও খেয়ালখুশির সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আর চাপিয়ে দিতে পারবেন না। ইতিমধ্য্যেই এমন অনেক সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটেছে। উদাহরণস্বরূপ বিমুদ্রাকরণ বা নোটবাতিলকরণের ঘটনার উল্লেখ করা যায়। মন্ত্রিসভা ‘অবহিত’ ছিল বলে দায়টি এড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। এই অন্যায় আর চলবে না। 
• রাজ্যগুলির অধিকার এবার কেন্দ্রকে স্বীকার করে নিয়েই পদক্ষেপ করতে হবে। ফলে রাজ্যগুলির অধিকার এবং স্বাধীনতা এবার সুরক্ষা পাবে বলেই আশা করা যায়।  
• রাজ্যগুলিকে তহবিল হস্তান্তর ও মন্ত্রক বা বিভাগ এবং প্রকল্প ভিত্তিক তহবিল বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বেচ্ছাচারিতায় নিশ্চয় লাগাম পড়বে। জোটের শরিক দলগুলিকে খুশি রাখতে সরকার এটা করতে বাধ্য থাকবে।  
• সংসদে উপস্থিত থেকে প্রশ্নের উত্তর দিতে এবং গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী এবার অন্তত বাধ্য হতে পারেন।
মানুষের রায় থেকে শিক্ষা
জনগণ কথা বলেছে। তারা স্বাধীনতা, বাক ও মত প্রকাশের অধিকার, গোপনীয়তার অধিকার এবং প্রতিবাদ করার অধিকারকে মূল্য দেয়। ‘রাষ্ট্রদ্রোহ’ এবং ‘মানহানির’ জন্য মিথ্যা মামলা দায়ের করার প্রিয় খেলা সরকারকে অবশ্যই ছাড়তে হবে।  অবশ্যই পরিত্যাগ করতে হবে ‘এনকাউন্টার’ এবং ‘বুলডোজার জাস্টিস’। বিশেষ করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য এটা একটা বড় শিক্ষা। রামমন্দির জিনিসটা রাজনীতির ঊর্ধ্বেই। এটাকে আর কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চিন্তা করা উচিত নয়। কেন? ব্যাপারটা দু’জনকে জিজ্ঞাসা করুন, পরিষ্কার হয়ে যাবে। একজন হলেন অবদেশ প্রসাদ। ৭৭ বছর বয়সি এই নেতা ফৈজাবাদ আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে এবার জয়ী হয়েছেন। অযোধ্যা অঞ্চলটি ফৈজাবাদ আসনেরই অন্তর্গত। অন্যজন হলেন সাকেত মিশ্র। তিনি প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রের পুত্র। মন্দির নির্মাণ ট্রাস্টের শীর্ষকর্তাও তিনি। এহেন সাকেতও এই ভোটে ইউপির শ্রাবস্তী আসনে গোহারা হয়েছেন! জনগণ একটি সত্যিকারের মুক্ত গণমাধ্যম চায়। আর ম্যানুফ্যার্চড বা মনগড়া এক্সিট পোল তারা চায় না। প্রধানমন্ত্রীর প্রতিটি ভ্রুকুঞ্চনের বিভ্রান্তিকর এবং বিরক্তিকর নিউজ কভারেজ চায় না দেশবাসী। আগেভাগেই লিখে রাখা উত্তরের পিঠে প্রশ্ন করার নাটক আর দেখতে চায় না কেউ। অনুগত ইডি এবং সিবিআইয়ের প্রেস বিবৃতি পাঠেও ইতি পড়ুক এবার। জনগণ চায় আঞ্চলিক দলগুলিও তাদের মূল বিশ্বাসের প্রতি নিষ্ঠাবান হবে। জনগণ চায়, দিল্লিতে তাদের এক মুখ এবং রাজ্যের রাজধানীতে অন্য মুখ আর দেখাবে না আঞ্চলিক দলগুলি। অসম গণ পরিষদ (অগপ), শিরোমণি অকালি দল (এসএডি), জননায়ক জনতা পার্টি (জেজেপি), ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং জনতা দল (সেকুলার)-এর মতো দলগুলির শাস্তি চায় মানুষ। তারা চায় নিদেন পক্ষে বিজু জনতা দল (বিজেডি) এবং যুবজন শ্রমিক রায়তু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি)-কে যেমন কড়কে দেওয়া হয়েছে এই নির্বাচনে, তেমনই চরমভাবে সমঝে দিতে হবে ওই দলগুলিকেও। এই ভোটে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জেডিইউয়ের জন্যও একটা শিক্ষা রয়েছে। 
অবশ্যই থাকবে বিরোধী এজেন্ডা 
বিরোধী দলগুলি ১০ বছর পর যথার্থ সংসদীয় বিরোধী দলের মতো আচরণ করার সুযোগ পেয়েছে। তারা নিশ্চয় সংসদের ভিতরে এবং বাইরে তাদের এজেন্ডা বা কর্মসূচি স্থির করবে। এখানে কিছু আইডিয়া রাখছি যার মধ্যে রয়েছে জনগণের চাওয়া-পাওয়া এবং যার ভিত্তিতে তারা ‘ইন্ডিয়া’ পক্ষের অনেক প্রার্থী ভোট দিয়ে নির্বাচিত করেছে: 
• আর্থ-সামাজিক এবং জাতিভিত্তিক সমীক্ষা এবার করা হোক। 
• সংবিধান (১০৬তম সংশোধন) আইনটি অবিলম্বে কার্যকর করা হোক। ২০২৫ সাল থেকে যেসব আইনসভায় সদস্য নির্বাচন হবে সেখানে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 
• সব ধরনের কাজে দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা চালু করতে হবে, তার মধ্যে অবশ্যই রাখতে হবে একশো দিনের কাজের গ্যারান্টি (মনরেগা) স্কিমের শ্রমিকদেরকেও।
• কৃষিঋণ সংক্রান্ত একটি স্থায়ী কমিশন নিয়োগ করতে হবে এবং তার সুপারিশ অনুযায়ী মকুব করা দরকার কৃষিঋণ। 
• সরকারি দপ্তরগুলিতে এবং সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থায় যে ৩০ লক্ষ শূন্যপদ রয়েছে সেগুলি পূরণ করতে হবে অতিদ্রুততার সঙ্গে।
• অবিলম্বে কার্যকর করার তাগিদে শিক্ষানবিশ আইন প্রয়োজনে সংশোধন করতে হবে। প্রতিটি উপযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে শিক্ষানবিশ নিয়োগে বাধ্য করতে হবে। তাদের স্টাইপেন্ড বা ভাতা প্রদানের আর্থিক দায়ভারের একটা অংশ বহন করতে হবে সরকারকে।
• অন্যদিকে অগ্নিবীর প্রকল্পটি বাতিল করা হোক।
• যতক্ষণ না নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সাংবিধানিকতার বিষয়টি সুপ্রিম কোর্টে ফয়সালা হচ্ছে, আইনটির বাস্তবায়ন ততদিন স্থগিত রাখতে হবে।
• সিবিআই, ইডি, এনআইএ, এসএফআইও, এনসিবির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে একটি যৌথ সংসদীয় কমিটির তত্ত্বাবধানে আনা হোক এবার। 
একটি নতুন খেলা
গতকাল, ৯ জুন একটি নতুন খেলা শুরু হয়েছে। নতুন খেলোয়াড়রা আছেন সামনের সারিতে। এখন প্রস্থান এবং প্রবেশের মজা দেখতে থাকুন। 
• লেখক সাংসদ ও ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী। মতামত ব্যক্তিগত
10th  June, 2024
লক্ষ্মীর ভাণ্ডার নিছক ভোটব্যাঙ্ক নয়
তন্ময় মল্লিক

লক্ষ্মীর ভাণ্ডার কি শুধুই ভোটব্যাঙ্ক? লোকসভা ভোটে বাংলায় জোর ধাক্কা খাওয়ার পর বিজেপির অনেক নেতা লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ঢাল’ করে ব্যর্থতা ঢাকতে চাইছেন। তাঁরা এমন ভাব করছেন যেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বিজেপির বাংলায় ভরাডুবি হয়েছে। বিশদ

মানুষকে অপমান করা হচ্ছে কেন?
সমৃদ্ধ দত্ত

আমরা আউশগ্রামের প্রেমগঞ্জ অথবা বাবুইসোল কিংবা প্রতাপপুরে থাকি। সকাল ৬টার মধ্যে বাড়ির সব কাজ সেরে জঙ্গলে চলে যাই। খেজুর পাতা আনতে। ব্যাপারটা কঠিন। সেই পাতা রোদে শুকাতে দেওয়া হয়। ঝাঁটা তৈরি হবে। বিশদ

14th  June, 2024
গণতন্ত্রের সবচেয়ে বড় বিনোদন!
মৃণালকান্তি দাস

চার্চিল নাকি বলেছিলেন, ‘পাবলিক ওপিনিয়ন’ বলে কিছু হয় না, পুরোটাই ‘পাবলিশড ওপিনিয়ন’! বিশদ

13th  June, 2024
পরমাত্মা এখন পরজীবী, প্রণত শরিক পদে
সন্দীপন বিশ্বাস

হে পরমাত্মা, হে নন বায়োলজিক্যাল প্রাণ, ধ্যানের খেলা যখন ভাঙল, তখন আপনি উঠে দেখলেন আপনার একচ্ছত্র সাম্রাজ্য চুরমার, আপনার শৌর্যের ঢক্কানিনাদ মাটিতে লুটোপুটি খাচ্ছে। দীর্ঘ ভোটপর্বের সমাপ্তি হয়েছে। আপনিও শপথ নিয়ে ফের প্রধানমন্ত্রী হয়েছেন। বিশদ

12th  June, 2024
 ভোট, শেয়ার বাজার এবং কিছু শিক্ষা
 শান্তনু দত্তগুপ্ত

অধৈর্যদের টাকা ধৈর্যশীলদের অ্যাকাউন্টে পাঠানোর সবচেয়ে ভালো মাধ্যম কী? উত্তরটা দিয়ে গিয়েছেন ওয়ারেন 
বাফে—স্টক মার্কেট। তাঁর কথাটা বাজার দুনিয়ায় প্রায় মিথ হয়ে গিয়েছে। তা সে মার্কিন মুলুক হোক, বা ভারত। নিউটনের তৃতীয় সূত্রের মতো জীবনের নানা ওঠাপড়ার সঙ্গে জুড়ে গিয়েছে বাফের বিশ্লেষণ।
বিশদ

11th  June, 2024
শরিকি মেহফিলে এবার মুজরো কার?
হিমাংশু সিংহ

নরেন্দ্র মোদি তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন, এটা এখন সারা বিশ্বের জানা। চোখ ধাঁধানো মন্দির গড়েও উত্তরপ্রদেশে বিপর্যস্ত হয়েছেন, তাও অজানা নয়। কিন্তু যেটা আজানা, তা হচ্ছে জোট সরকারে দ্রুত রং বদলে ফেলা শরিকদের মেহফিলে ‘বিশ্বগুরু’র ‘মুজরো’টা শুরু হতে কতটা সময় লাগবে? বিশদ

09th  June, 2024
মোদি মোকাবিলায় মমতা একাই কাফি
তন্ময় মল্লিক

‘ভাগ্যিস বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হয়নি। জোট হলে জয়ের সব কৃতিত্ব কংগ্রেসই দাবি করে বসত।’ কথাগুলো তৃণমূল কংগ্রেসের এক নেতার। তখনও লোকসভা নির্বাচনের সব আসনের ফল ঘোষণা হয়নি। তবে, ছবিটা মোটামুটি পরিষ্কার। বিশদ

08th  June, 2024
আজ হাসছে গণতন্ত্র
সমৃদ্ধ দত্ত

আজ হাসছেন মণিপুরের কাংপোকপি গ্রামের নারীরা। চরম অরাজকতায় তিন নারী প্রাণ বাঁচাতে সন্তান নিয়ে পালিয়েছিলেন হাওকচংচিং জঙ্গলে। সেখান থেকে টেনে বের করে তাঁদের নগ্ন করে হাঁটানো এবং গণধর্ষণ করা হয়। জ্বলছে মণিপুর মাসের পর মাস। আপনি বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেরিয়েছেন। বিশদ

07th  June, 2024
একনায়কতন্ত্রকে হারিয়ে জয় গণতন্ত্রের
মমতা বন্দ্যোপাধ্যায়

ঔদ্ধত্য আর অহঙ্কারের কোমর ভেঙে দিয়েছে বাংলা। আর্থিক বঞ্চনা, হকের টাকা আটকানো আর কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদে গর্জে উঠেছে পাহাড় থেকে সাগর। সমুচিত জবাব পেয়েছে বিজেপি। যে দল দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, যারা চেয়েছিল সংবিধানকে বদল করতে, যারা চেয়েছিল বাংলাকে পদানত করতে। বিশদ

06th  June, 2024
নতুন সরকারের কাছে প্রত্যাশা
হারাধন চৌধুরী

রাজকোষের বিপুল অর্থ খরচ করে সুন্দর সংসদ ভবন তৈরি হয়েছে। নরেন্দ্র মোদি সংসদ ভবনকে ‘গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির’ হিসেবে ঘোষণা করেছেন। অথচ তাঁরই গত দশ বছরের জমানায় সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। বিশদ

05th  June, 2024
আজ অগ্নিপরীক্ষা এক্সিট পোলের
শান্তনু দত্তগুপ্ত

‘৫ তারিখ থেকে কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে?’ ‘ভোটের রেজাল্টের দিনই কি গ্যাসের দাম বাড়ছে?’ ‘পেট্রলের দাম কি সত্যিই ৪০০ টাকা হচ্ছে?’ বিশদ

04th  June, 2024
মোদিকে পরিবর্তনপন্থীদের চ্যালেঞ্জ
পি চিদম্বরম

গত সপ্তাহের নিবন্ধ শেষ করেছিলাম এই বলে যে, ‘স্থিতাবস্থা রক্ষা করতে মরিয়া এবং সেটা ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ—এই দুই পক্ষের যুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নির্বাচনের সাত দফা।’ অবশেষে ভোটগণনা আগামী কাল, মঙ্গলবার। বিশদ

03rd  June, 2024
একনজরে
বধূ নির্যাতনের অভিযোগ হামেশাই শোনা যায়। এবার স্বামীকে নির্যাতন করে খুনের ঘটনায় অভিযোগের কাঠগড়ায় স্ত্রী এবং তাঁর বাপের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে বারাসত শহরের লঙ্কাবাগান ...

জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ইতালির আপুলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। এবিষয়ে বিবৃতি দিয়ে বিদেশ ...

আইএসএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়াস ডায়ামান্টোকোসকে সই করিয়ে দলবদলের বাজার জমিয়ে দিল ইস্ট বেঙ্গল। ...

খেলতে গিয়ে ৫০ ফুট গভীর শুকিয়ে যাওয়া কুয়োয় পড়ে গেল দেড় বছরের এক শিশুকন্যা। শুক্রবার গুজরাতের আমরেলি জেলার সুরাগপাড়া গ্রামের ঘটনা। শিশুটিকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সপরিবারে অদূরবর্তী স্থানে ভ্রমণে আনন্দলাভ। কাজকর্মে কমবেশি ভালো। সাহিত্যচর্চায় আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বায়ু দিবস
১৭৫২: আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন
১৭৫৯: ঔরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন
১৮৪৮: বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে জার্মানির রাজধানী হিসাবে ঘোষণা করেন
১৮৫৪: কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়
১৮৫৫: ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়
১৮৯৬: জাপানে সুনামিতে ২২ হাজার মানুষের মৃত্যু
১৮৯৯: ভারতীয় ভাস্কর,চিত্রশিল্পী এবং ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা-সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরীর জন্ম
১৯০৮: কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়
১৯৫০: শিল্পপতি লক্ষ্মী মিত্তালের জন্ম
১৯৫৩: চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের জন্ম
১৯৬০: বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
১৯৬৯: জার্মানির গোলকিপার অলিভার কানের জন্ম
১৯৭৭: দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৮৬: ভারতে বিপ্লবী সমাজতন্ত্রী দলের (R.S.P.) অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য তারাপদ লাহিড়ীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৭২ টাকা ৮৪.৪৬ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৩৪ টাকা
ইউরো ৮৮.২০ টাকা ৯১.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী ৫৪/৩ রাত্রি ২/৩৩। উত্তরফাল্গুনী নক্ষত্র ৮/১৫ দিবা ৮/১৪। সূর্যোদয় ৪/৫৫/৩৮, সূর্যাস্ত ৬/১৮/১৬। অমৃতযোগ দিবা ৩/৩৮ গতে অস্তাবধি। রাত্রি ৭/১ গতে ৭/৪৩ মধ্যে পুনঃ ১১/১৫ গতে ১/২৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৫/৪৯ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে। বারবেলা ৬/৩৬ মধ্যে পুনঃ ১/১৭ গতে ২/৫৭ মধ্যে পুনঃ ৪/৩৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৮ মধ্যে পুনঃ ৩/৩৬ গতে উদয়াবধি।   
৩২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, শনিবার, ১৫ জুন, ২০২৪। নবমী রাত্রি ১/১২। উত্তরফাল্গুনী নক্ষত্র দিবা ৭/৫২। সূর্যোদয় ৪/৫৫, সূর্যাস্ত ৬/২০। অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২০ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৭/৪৭ মধ্যে ও ১১/২০ গতে ১/২৮ মধ্যে ও ২/৫৩ গতে ৪/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৫/৫৪ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৮ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৮ গতে ২/৫৯ মধ্যে ও ৪/৪০ গতে ৬/২০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৫ মধ্যে। 
৮ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
এখন কেমন আছেন সন্ধ্যা রায়
হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। বুক ধড়পড় ও ...বিশদ

07:14:26 PM

ইউরো কাপ ২০২৪: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারাল স্পেন

11:32:54 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ৩ : ক্রোয়েশিয়া ০ (হাফটাইম)

10:25:41 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ২ : ক্রোয়েশিয়া ০ (৩৩ মিনিট)

10:09:28 PM

ইউরো কাপ ২০২৪: স্পেন ১ : ক্রোয়েশিয়া ০ (৩০ মিনিট)

10:07:05 PM

টি-২০ বিশ্বকাপ: মাঠ ভিজে থাকার কারণে ভারত বনাম কানাডার ম্যাচ বাতিল

09:13:01 PM