Bartaman Patrika
খেলা
 

নেতিবাচক বিষয় নিয়ে ভাবার মতো সময় আমার জীবনে নেই: শিখর ধাওয়ান

নয়াদিল্লি, ১৪ মে: আসন্ন বিশ্বকাপকে পাখির চোখ করেছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলের শুরুটা ভালো না হলেও পরের দিকে তিনি ফর্ম ফিরে পেয়েছিলেন। যা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবারের বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। যেখানে বল স্যুইং করার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সিমিং ট্র্যাকে ধাওয়ানের টেকনিকের দুর্বলতা বার বার প্রকাশ পেয়েছে। আশঙ্কা সত্ত্বেও আইসিসি’র মেগা টুর্নামেন্টগুলিতে ধাওয়ানের পারফরম্যান্স বেশ নজরকাড়া। সেটা ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হোক কিংবা ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপ। সেই কারণেই ওপেনিং জুটিতে রহিত শর্মার সঙ্গী হিসাবে ভারতীয় নির্বাচকরা আস্থা রেখেছেন বাঁ-হাতি শিখর ধাওয়ানের উপর। এবারের বিশ্বকাপেও সেরাটা মেলে ধরার জন্য মানসিকভাবে প্রস্তুত ধাওয়ান। তিনি বলেছেন, ‘আইসিসি’র টুর্নামেন্টগুলিতে আমার রেকর্ডের কথা অনেকেই বলেন। তবে সত্যি বলতে কী, আমি যখনই মাঠে নামি তখন একশো শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করি। সেই লক্ষ্যে আমি অবিচল। আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’
বিশ্বকাপ নিয়ে কি বাড়তি চাপ অনুভব করছেন শিখর ধাওয়ান? জবাবে তিনি বলেন, ‘আমি সেই ধরনের লোক নই যে চাপ অনুভব করব। সমালোচকদের কাজ সমালোচনা করা। এগুলো নিয়ে আমি বেশি মাথাও ঘামাই না। আমি যদি ৫-১০টা ম্যাচ রান নাও করতে পারি, তাহলে এটা মনে করি না যে সব শেষ হয়ে গেল। আমি কী ধরনের ক্রিকেটার কিংবা কতটা যোগ্যতা রয়েছে আমার, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। ’ উল্লেখ্য, শিখর ধাওয়ান ১২৮টি একদিনের ম্যাচে ৫৩৫৫ রান করেছেন। ১৬টি ওডিআই সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে।
অফ স্টাম্পের বাইরে তাঁর টেকনিকের দুর্বলতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। তবে ভারতীয় দলের ওপেনারটি তা নিয়ে মোটেও বিচলিত নন। শিখর বলেছেন, ‘কে কি লিখছে সেটা আমি বলতে পারব না। কারণ, খবরের কাগজে যা বেরোচ্ছে কিংবা টিভি’তে যেগুলো দেখানো হচ্ছে, তা আমি জানি না। কারণ, আমি কাগজ পড়ি না, টিভিও দেখি না। তাই যত কড়া সমালোচনা হোক, তা আমাকে দাগ কাটে না। আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সেগুলিও আমি খুব কম ব্যবহার করি। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় নষ্ট করতে চাই না। আমি মাঝে মধ্যে চোখ বুলিয়ে নিই। সত্যি বলতে কী, নেতিবাচক বিষয় নিয়ে চিন্তাভাবনা করার মতো সময় আমার জীবনে নেই। এই সব ব্যাপারে মাথা ঘামালে আমার ফোকাস নড়ে যাবে, মনোবল ভেঙে পড়বে। তাই এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ নয়।’
দিল্লি ক্যাপিটালসে খেলার সুবাদে সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে শিখর ধাওয়ানের। এবারের আইপিএলের শুরুতে তিনি যখন রান পাচ্ছিলেন না, টেকনিকের যখন সমস্যা হচ্ছিল তখন দিল্লির পরামর্শদাতা সৌরভ ও কোচ পন্টিং হাতে ধরিয়ে ভুল শুধরে দিয়েছেন শিখরের। এই প্রসঙ্গে গব্বর জানিয়েছেন, ‘রিকি ও দাদা—দু’জনেই সফল অধিনায়ক ছিলেন। বহু খ্যাতি রয়েছে তাঁদের ঝুলিতে। স্বভাবতই ওঁদের অভিজ্ঞতা কাজে লেগেছে। ওঁরা স্পষ্ট বলে দিয়েছিলেন, আমার টেকনিকে কোনও সমস্যা নেই। তবে যেখানে যেখানে খামতি ছিল, সেগুলি দ্রুত শুধরে নেওয়ার ক্ষেত্রে দু’জনের থেকে দারুণ সাহায্য পেয়েছি।’
১৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন শিখর ধাওয়ান। ২০০৪ সালে তাঁর যাত্রা শুরু হয়েছিল। স্মৃতির সরণি বেয়ে ধাওয়ান জানান, ‘আমি প্রথম যেদিন ফার্স্টক্লাস ম্যাচ খেলেছিলাম, সেদিন যেমন মনের জোর ছিল, আজও সেটা রয়েছে। আমি খুবই ভাগ্যবান ক্রিকেটার। তাই নেতিবাচক বিষয় নিয়ে কখনও ভাবি না। ন’বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর টেস্ট দলে সুযোগ পেয়েছিলাম। তার মানে কি আমার মধ্যে দেশের জার্সি গায়ে খেলার ইচ্ছা আগে থেকে ছিল না? কিন্তু আমি ন’বছর ধরে লড়াই চালিয়ে গিয়েছে। এখন ছ’বছর ধরে দেশের হয়ে খেলছি। এটা আমার কেরিয়ারের পক্ষে যথেষ্ট ইতিবাচক দিক।’
বাইশ গজের বাইরে আরও একটা পরিচিতি রয়েছে শিখর ধাওয়ানের। তিনি ধ্রুপদী সঙ্গীতের অনুরাগী। সেই সঙ্গে বাঁশি বাজানোও শিখছেন। এই প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘সুফি সঙ্গীতের বড় ভক্ত আমি। ওয়াদালি ব্রাদার্স আমার ফেবারিট। আমি বাঁশি বাজানো শিখছি। উপভোগও করছি। আমার মনে হয়, যখন ম্যাচ থাকে না, প্র্যাকটিস থাকে না তখন যে সময়টা পাই, তখন এসব করি। ইউ টিউবে বাঁশি শোনার পর বাঁশি বাজানো শেখার প্রতি আগ্রহ তৈরি হয়। এতে অনেকটাই চাপমুক্ত থাকা যায়। হোটেলের ঘরে বসে গল্প করার থেকে কিছু একটা শেখা ভালো বলে আমার মনে হয়েছে।’
দিল্লির ছেলে শিখর ধাওয়ানকে মাঝে মধ্যেই উড়ে যেতে হয় মেলবোর্নে। কারণ, তাঁর স্ত্রী আয়েশা ও সন্তানরা অস্ট্রেলিয়ার ওই শহরে থাকে। এই প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘ছেলে-মেয়ের লেখাপড়া থাকে। তাই ওদের সময় সময় পাশে পাই না। তবে দিন পনোরোর ছুটি পেলেই আমি মেলবোর্ন চলে যাই ওদের সঙ্গে সময় কাটানোর জন্য।’

15th  May, 2019
 জীবনের শেষ বিশ্বকাপে সাফল্য পেতে যোগাসনে আস্থা গেইলের

নয়াদিল্লি, ১৫ মে: জীবনের পঞ্চম বিশ্বকাপ। এটাই শেষ। বিদায়ী বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে মরিয়া ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। বয়স থাবা বসিয়েছে ফিটনেসে। ৩৯ বছরেও বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ধকল নিতে হবে প্রায় দেড় মাস ধরে। আর সেই চাপ কাটিয়ে উঠতে জিম নয়, যোগাকেই হাতিয়ার করেছেন গেইল।
বিশদ

 সুনীলদের মানসিকতায় মুগ্ধ স্টিম্যাক

 নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই কাজ করার ব্লু-প্রিন্ট কিছুটা তৈরি করে ফেলেছেন ইগর স্টিম্যাক। তাঁর লক্ষ্য, জুনিয়র ফুটবলারদের নিউক্লিয়াস ধরেই এগিয়ে যাওয়া। তিনি এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে বলেন, ‘ভারতীয় ফুটবল সংস্থার ফোকাসই ইউথ টিমের দিকে। এ ব্যাপারটি বেশ ভালো লেগেছে আমার।
বিশদ

দুরন্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জিতিয়ে আইপিএল’কে কৃতিত্ব বেয়ারস্টোর
৯৩ বলে অনবদ্য ১২৮ রান

 ব্রিস্টল, ১৫ মে: জাতীয় দলের জার্সিতেও আইপিএলের দুরন্ত ফর্ম বজায় রেখেছেন জনি বেয়ারস্টো। ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে’তে তাঁর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। জয়ের জন্য ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৩ বলে ১২৮ রান করেন বেয়ারস্টো।
বিশদ

হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ সেওয়াগ

 নয়াদিল্লি, ১৫ মে: ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তিনি বলেছেন, ‘ব্যাটে-বলে হার্দিকের ধারে কাছে কেউ নেই ভারতীয় দলে। ওর মতো প্রতিভাবান ক্রিকেটার কেউ থাকলে হার্দিকের পক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো সহজ হত না।’
বিশদ

ফরাসি তারকাটিকে নিতে তৈরি বার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত আতোঁয়া গ্রিজম্যানের

 মাদ্রিদ, ১৫ মে: আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের জার্সিতে শেষবার দেখা যাবে ফরাসি তারকা আতোঁয়া গ্রিজম্যানকে। প্রতিপক্ষ লেভান্তে। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করছেন তিনি।
বিশদ

ইরানের কোচ মার্ক উইলমটস

 তেহরান, ১৫ মে: বেলজিয়ামের প্রাক্তন কোচ ও ফুটবলার মার্ক উইলমটসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল ইরান। বুধবার তেহরানে চুক্তিপত্রে সই করেন তিনি। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কামি রিটা শেরপা জানিয়েছেন, ‘উইলমটসের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফল দেখার পর যা দীর্ঘায়িত হতেই পারে।’
বিশদ

এএফসি কাপের ম্যাচে মিনার্ভার ড্র, হার চেন্নাইয়ের

 কাঠমাণ্ডু, ১৫ মে: এএফসি কাপে আপাতত জয় অধরাই থাকল মিনার্ভা পাঞ্জাবের। বিরতির পর ১০ জনে খেলে একদা আই লিগ জয়ী টিম ১-১ গোলে ড্র করল নেপালের মানাং মারসায়াংডি ক্লাবের সঙ্গে। গ্রুপ ই’র ম্যাচে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার আশা অনেকটাই ক্ষীণ হয়ে মিনার্ভার। এএফসি কাপের ম্যাচে চতুর্থ ড্র মিনার্ভার।
বিশদ

সুস্থ হয়ে পাক স্কোয়াডে যোগ দিচ্ছেন শাদাব

 করাচি, ১৫ মে: ভাইরাসজনিত সংক্রমণের কারণে শাদাব খানের বিশ্বকাপে খেলা নিয়ে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছিল। ইংল্যান্ড সফর থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের নির্ভরযোগ্য অলরাউন্ডারটিকে। তবে সর্বশেষ মেডিকেল টেস্টের রিপোর্ট স্বস্তি দিয়েছে পাক শিবিরকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতা তেমন গুরুতর নয়।
বিশদ

ভারতীয় ফুটবল নিয়ে ইগরের গবেষণা দেখে মুগ্ধ শ্যাম থাপারা

 নিজস্ব প্রতিবেদন: সরকারিভাবে ভারতের হেড কোচ হিসেবে ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিম্যাকের নাম ঘোষণা করল এআইএফএফ। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি। ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ৫১ বছর বয়সী এই কোচের নাম বুধবার ঘোষণা করে দিল।
বিশদ

ভারতের হার চার গোলে

 পারথ, ১৫ মে: বিশ্বের দু’নম্বর অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরে গেল ভারতীয় হকি দল। পাঁচ ম্যাচের সিরিজে গত তিনটি ম্যাচে অপরাজিত থাকার পর চতুর্থ ম্যাচে সেই ধারা ধরে রাখতে পারলেন না মনপ্রীতরা।
বিশদ

 স্টেইন-রাবাডাকে নিয়ে স্বস্তিতে কোচ গিবসন

কেপ টাউন, ১৫ মে: আইপিএলের মাঝ পথে চোটের কবলে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা পেসার কাগিসো রাবাডা ও ডেল স্টেইন। টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরেছিলেন দু’জনেই। আশঙ্কা দেখা দিয়েছিল বিশ্বকাপের শুরু থেকে তাঁদের খেলা নিয়ে। তবে প্রোটিয়া কোচ ওটিস গিবসনের দৃঢ় বিশ্বাস বিশ্বকাপের শুরু থেকেই খেলবেন রাবাডা ও স্টেইন।
বিশদ

গোপীচাঁদের মডেলে টিটি আকাদেমি গড়তে চান পৌলমী-সৌম্যদীপ

 অভিজিৎ সরকার: প্রেরণা গোপীচাঁদই। কিংবদন্তী এই ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচের আকাদেমির মডেলকে সামনে রেখেই রাজডাঙা ক্লাব সমন্বয়ে বিশ্বমানের টেবল টেনিস আকাদেমির সূচনা করছেন পৌলমী ঘটক ও সৌম্যদীপ রায়। ১ জুন শুরু হচ্ছে এই আকাদেমি। অর্জুন প্রাপক এই ক্রীড়া দম্পতি এখন পুরোপুরি কোচিংয়ে মনোনিবেশ করেছেন।
বিশদ

15th  May, 2019
চার নম্বরের গুরুত্ব বুঝেই বিজয় শঙ্করকে দলে নেওয়া হয়েছে: রবি শাস্ত্রী

নয়াদিল্লি, ১৪ মে: বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বরে কে ব্যাট করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তাঁর সাফ কথা, ‘বিশ্বকাপে লড়াই করার জন্য আমাদের দলে পর্যাপ্ত অস্ত্র ও গোলা-বারুদ মজুত রয়েছে। সেগুলি কীভাবে ব্যবহার করা হবে তা নির্ভর করবে পরিবেশ ও পরিস্থিতি বিচার করে।
বিশদ

15th  May, 2019
ভারতীয় ‘এ’ দলে ঋদ্ধিমান সাহা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। ভারতীয় ‘এ’ দলের সদস্য হিসাবে তিনি ক্যারিবিয়ান সফরে যাবেন। ভারতীয় দলটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে এবং তিনটি চারদিনের ম্যাচ খেলবে।
বিশদ

15th  May, 2019

Pages: 12345

একনজরে
 নয়াদিল্লি, ১৫ মে (পিটিআই): ষষ্ঠ দফা ভোটের মধ্যেই বিজেপি কেন্দ্রে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছে। সপ্তম দফার ভোট সম্পন্ন হলে বিজেপির আসন ৩০০ অতিক্রম করে যাবে। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ...

বীরেশ্বর বেরা, কলকাতা: বালিগঞ্জ ফার্ন রোডের অভিজাত এলাকায় সাদা রঙের দোতলা বাড়ির বাসিন্দা মিতা চক্রবর্তী। এবার তিনি কলকাতা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। প্রথমবার নির্বাচনে দাঁড়ালেও ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 সংবাদদাতা, মালবাজার: ফুল ঝাড়ুকেই এখন প্রধান অর্থনৈতিক ফসল হিসাবে বেছে নিয়েছেন কালিম্পং জেলার গোরুবাথান ব্লকের সামসিং ফরেস্ট কম্পাউন্ড বস্তির কয়েকশ চাষি। অন্যান্য ফসলের তুলনায় সকলেই এখন ঝাড়ুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ ঝাড়ু ফলিয়ে তাঁরা এখন বেশি লাভের মুখ দেখছেন। একবার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩১: বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম
১৯৭০: টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা সাবাতিনির জন্ম
১৯৭৫: প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করলেন জুঙ্কো তাবেই
১৯৭৮: অ্যাথলিট সোমা বিশ্বাসের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৪৯ টাকা ৭১.১৮ টাকা
পাউন্ড ৮৯.১৯ টাকা ৯২.৪৬ টাকা
ইউরো ৭৭.৩৪ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৮১৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,১৩৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৬০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,৩৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,৪৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৮/৮ দিবা ৮/১৬। চিত্রা ৫৮/১০ রাত্রি ৪/১৬। সূ উ ৫/০/৮, অ ৬/৫/৪৪, অমৃতযোগ দিবা ৩/২৮ গতে অস্তাবধি। রাত্রি ৬/৪৯ গতে ৯/০ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/৩৪ গতে উদয়াবধি, বারবেলা ২/৪৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৩৩ গতে ১২/৫৫ মধ্যে।
১ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৫/৩২/৪৭ দিবা ৭/১৩/২৬। চিত্রানক্ষত্র ৫৭/১১/১৩ রাত্রি ৩/৫২/৪৮, সূ উ ৫/০/১৯, অ ৬/৭/১৫, অমৃতযোগ দিবা ৩/৩৪ গতে ৬/৭ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ গতে ৯/৪ মধ্যে ও ১১/৫৬ গতে ২/৪ মধ্যে ও ৩/৩০ গতে ৫/০ মধ্যে, বারবেলা ৪/২৮/৫৩ গতে ৬/৭/১৫ মধ্যে, কালবেলা ২/৫০/৩১ গতে ৪/২৮/৫৩ মধ্যে, কালরাত্রি ১১/৩৩/৪৭ গতে ১২/৫৫/২৫ মধ্যে।
১০ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উচ্চশিক্ষায় সাফল্য। বৃষ: উচ্চপদস্থ ব্যক্তির আনুকূল্যে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৩১: বঙ্গ নাট্যালয়ের প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম১৯৭০: টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা ...বিশদ

07:03:20 PM

ঝড়-বৃষ্টিতে তার ছিঁড়ে অন্ধকারে ডুবল জলপাইগুড়ি
জলপাইগুড়ি শহরের বিস্তীর্ন অংশ ডুবে রয়েছে অন্ধকারে। সন্ধ্যা থেকে ঝড়-বৃষ্টির ...বিশদ

08:10:08 PM

ডায়মন্ডহারবারের এসডিপিও এবং আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

07:27:00 PM

বিমান সংস্থার উপর চটলেন শ্রেয়া
বিমানে বাদ্যযন্ত্র নিয়ে যেতে বাধা দেওয়া হয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালকে। ...বিশদ

06:21:47 PM

ভোটের দিন গরম বাড়বে
উত্তর বঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভোটের দিন কিন্তু ...বিশদ

06:10:39 PM