প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
করোনার জেরে এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি দেশ। এই অবস্থায় ভোট প্রক্রিয়া নিয়ে তাই বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। সংক্রমণ রুখতে তাই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, এবার ভোটগ্রহণের জন্য এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। ওই সময় করোনায় আক্রান্তরা ভোট দিতে পারবেন। পাশাপাশি ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিপিই কিট, ২৩ লক্ষ গ্লাভস এবং ৭ লক্ষ লিটার স্যানিটাইজারের ব্যবস্থা করেছে কমিশন। ভোটদানের আগেই প্রত্যেক ভোটারকে গ্লাভস দেওয়া হবে। ভিড় এড়াতে বুথ পিছু ভোটারের সংখ্যা কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। ৮০ বছরের ঊর্ধ্বের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
মনোনয়ন জমা, প্রচার নিয়েও নির্দিষ্ট নিয়মবিধি এনেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা থাকছে। তবে চাইলে স্বশরীরে হাজির থেকেও মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে সেক্ষেত্রে সর্বাধিক দু’টি গাড়ি করে গিয়ে অনধিক দু’জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। প্রচারের ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে জন সমাবেশ। ডিজিটাল মাধ্যমেই প্রচারের অধিকাংশ কাজ সারতে হবে। বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে সর্বাধিক পাঁচজন যেতে পারবেন।
বিজেপি ও অন্য কয়েকটি ছোট দলের সহযোগিতায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ময়দানে নামছেন নীতীশ কুমার। বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু ও তার জেরে উদ্ভুত পরিস্থিতি এবারের নির্বাচনে বড় ইস্যু। ইতিমধ্যে শাসক জোটের পক্ষ থেকে তা কাজে লাগানোর চেষ্টাও শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, নীতীশ শাসিত বিহারের অনুন্নয়ন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার মতো ইস্যুগুলিকে হাতিয়ার করছে আরজেডি ও কংগ্রেস। সঙ্গে যোগ হয়েছে পরিযায়ী শ্রমিক, লকডাউন উত্তর অর্থনীতি, বেকারত্বর মতো ইস্যুও। এসবকে হাতিয়ার করে বিহারের মসনদে বসার স্বপ্ন দেখছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব।