পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
শীতকাল শুরুর দিকে বাতাসের গুণমানের সূচক বিপজ্জনক জায়গায় চলে গিয়েছিল। বেড়েছিল বায়ুদূষণের মাত্রা। এই পরিস্থিতিতে দূষণের মাত্রা কমাতে বাতাসে, গাছে, পথেঘাটে জল ছড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। সেই কাজ এখনও চলছে। কিন্তু শহরের বিভিন্ন বস্তি এলাকায়, ফুটপাতের বিভিন্ন হোটেল বা খাবারের দোকানে, গঙ্গাপাড়ের ঝুপড়িতে এখনও কাঠকয়লার উনুন ব্যবহার করা হয়। সেই ধোঁয়া থেকে পরিবেশ দূষণ আটকাতেই বিভিন্ন এলাকায় ‘স্মোকলেস’ চুলা দেওয়ার কাজ শুরু করেছে পুরসভা। এই কাজে পুরসভাকে সহযোগিতা করছে রাজ্য দূষণ
নিয়ন্ত্রণ পর্ষদ।