পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
এদিন ১০৩ নম্বর ওয়ার্ডে সন্তোষপুর ইস্ট রোডের শিবতলা মাঠে আংশিক ভূগর্ভস্থ জলাধার কাম বুস্টার পাম্পিং স্টেশন তৈরির সূচনা হয়। ১০৬ নম্বর ওয়ার্ডের পূর্বাচল মেইন রোডে কাজী নজরুল পার্কেও একই ধরনের বুস্টার পাম্পিং স্টেশনের শিলান্যাস করেছেন মেয়র। নজরুল পার্কের এই স্টেশনটি চালু হলে সুকান্ত সরণি, বিহারী মণ্ডল রোড, পূর্বাচল মেইন রোডের একাংশ, নেতাজি কলোনি, বিধান রোড, লাল বাহাদুর শাস্ত্রী রোডের বাসিন্দারা উপকৃত হবেন। ধাপা জলপ্রকল্প থেকে এই দু’টি বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা হবে। এছাড়া, ৯৭ নম্বর ওয়ার্ডের নেহরু কলোনি চিলড্রেন্স পার্ক ও ১০০ নম্বর ওয়ার্ডের জীবনরতন ধর স্মৃতি উদ্যানে আংশিক ভূগর্ভস্থ জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হবে শুক্রবার থেকে। ১০০ নম্বর ওয়ার্ডের স্টেশনটি চালু হলে নাকতলা এলাকার প্রথম পল্লি, ডি পি পি রোড ও অরবিন্দ নগরের বাসিন্দাদের পানীয় জলের দুর্ভোগ মিটবে বলে দাবি পুরসভার। গড়িয়া ঢালাই ব্রিজের জলপ্রকল্প থেকে এই দু’টি (৯৭ ও ১০০ নম্বর ওয়ার্ড) বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা হবে। ধাপার সম্প্রসারিত প্রকল্প ও গড়িয়ার প্রকল্প চালু হলে কসবা, টালিগঞ্জ, গরফা, হালতু, রামলালবাজার, মুকুন্দপুর, অভিষিক্তা, নয়াবাদ, সন্তোষপুর, যাদবপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছন মেয়র। নিজস্ব চিত্র