পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে হেঁড়িয়ার আইসক্রিম কারখানার মালিক দেবীপ্রসাদ দাস ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন। গুড়িয়াপাড়ার কাছে দুই দুষ্কৃতী দেবীপ্রসাদবাবুর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সি সি টিভির ফুটেজ সহ অন্যান্য দিক খতিয়ে দেখে। মঙ্গলবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এদিকে, এই ঘটনায় উত্তর ২৪পরগনার হালিশহরের এক যুবক যুক্ত রয়েছে বলে জানতে পেরেছে পুলিস। হেঁড়িয়া ফাঁড়ির ইনচার্জ শেখ আসিফউদ্দিন বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।