সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার ভগবানগোলা বিধানসভা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর লবণগোলা, বাবুপুর এলাকা পরিদর্শন করলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার। পাশাপাশি তিনি সীমান্তের একাধিক সমস্যা নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। বিধায়ক বলেন, ভগবানগোলা বিধানসভা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১৬ কিমি জায়গায় কাঁটাতারের বেড়া নেই। ওই ফাঁকা জায়গায় কাঁটাতার দেওয়ার জন্যই তিনি বিএসএফের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় দুটি সীমান্ত পিলার ভেঙে গিয়েছে। সেই পিলার মেরামতেরও কথাও বলেন।
এছাড়াও সীমান্ত লাগোয়া এলাকার কৃষকরা যাতে জমিতে চাষাবাদ করতে পারেন তার জন্য বিএসএফকে আরও তৎপর হওয়ার জন্য আবেদন জানান। বিএসএফের এক আধিকারিক বলেন, বিধায়ক বেশ কিছু বিষয়ে আবেদন জানিয়েছেন। সেগুলি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।