পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
জখম যুবকের বাবা কৃষ্ণপদ বিশ্বাস বলেন, আমি ১০বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। এই ঘটনার পর দল যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে আমরা আপ্লুত। ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। এটা নিয়ে কোনও রাজনীতি হোক-তা চাই না।
এদিন মেডিক্যালে দাঁড়িয়ে নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ বলেন, ওই যুবকের সঙ্গে আমরা হাসপাতালে এসে পরপর দু’বার দেখা করলাম। ওর পরিবারের পাশে আছি। চিকিৎসার সমস্ত দায়িত্ব আমাদের। ওর পরিবার বহুদিন ধরে দলের সঙ্গে রয়েছে। একটা দুর্ভাগ্যজনক ঘটনায় ও জখম হয়েছে। রিন্টু যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে-সেই চেষ্টা চলছে। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লাল্টু দাস বলেন, তৃণমূলের মিছিলে যেতে দেরি হওয়ায় ওদের নেতাকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের ঝামেলা হয়েছে। সামান্য একটা ঝামেলার জেরে এরকম গুলি কেন চলবে? নওদায় পুলিসের কোনও জোর নেই।
কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম বলেন, স্থানীয়দের দাবি, তৃণমূল নেতার সঙ্গে থাকা কোনও গাড়ি থেকে গুলি চলেছে। পুলিস তো একজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। পাল্টা সফিউজ্জামান বলেন, ঘটনাকে ঘিরে কংগ্রেস ও বিজেপি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টা করছে। সেটা আমরা হতে দেব না। এলাকার মানুষ সজাগ রয়েছেন। পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। প্রশাসন নিরপেক্ষভাবে এঘটনার তদন্ত চালাচ্ছে।