পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
এদিন ওই মাদ্রাসায় ‘মিট দ্য আইকন’, উচ্চমাধ্যমিকের কলা ও বিজ্ঞান বিভাগের উদ্বোধন, ফুড ফেস্টিভ্যাল ও খেলার মাঠের উদ্বোধন উপলক্ষ্যে জমজমাট অনুষ্ঠান ছিল। সেখানে রামপুরহাটের মহকুমাশাসক সৌরভ পাণ্ডে, বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, বীরভূমের ডিআই সুজিত সামন্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি বক্তব্য পেশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চ্যালেঞ্জার মিশ্রা সহ অন্যরা। সেখানেই খেলার মাঠের জায়গার দলিল তুলে দেন চৌধুরি সাহেব। তিনি এখন আমেরিকায় থাকেন। কয়েকমাসের জন্য গ্রামে এসেছেন। তিনি বলেন, মাদ্রাসার কোনও খেলার মাঠ ছিল না। সেজন্য উচ্চমাধ্যমিক স্তরে উন্নতি আটকে ছিল। ছেলেমেয়েদের দূরের স্কুলে যেতে হচ্ছিল। তাই পৈতৃক সম্পত্তি ওই ছয় বিঘা জমি স্কুলকে দান করার সিদ্ধান্ত নিই।
মাদ্রাসার প্রধান শিক্ষক গোলাম নবি আজাদ বলেন, শিক্ষার বিস্তার ও এই প্রতিষ্ঠানের উন্নয়নে চৌধুরি সাহেবের অবদান ভোলার নয়। এদিন মিট দ্য আইকন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি পড়ুয়াদের উদ্বুদ্ধ করেছে।