নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল কালীগঞ্জের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের বিরুদ্ধে। অভিভাবকরা এনিয়ে স্কুলে ডেপুটেশন জমা দিয়েছেন। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির জন্য সর্বোচ্চ ২৪০ টাকা নিতে পারে স্কুল। কিন্তু এই স্কুল ৪০০ টাকা নিচ্ছে। যার ফলে অভিভাবকদের সমস্যায় পড়তে হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক রাজেশ রোশন বলেন, ভর্তির জন্য যেটুকু টাকা নেওয়ার কথা, তাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা স্কুলের বিদ্যুৎবিল সহ বেশ কিছু কারণে নেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ আমরা অবশ্যই বিবেচনা করে দেখব।
অভিভাবক আলমগীর শেখ বলে, আমাদের এলাকার বেশিরভাগ গরিব কৃষিজীবী পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে। অতিরিক্ত ভর্তি ফি দিতে ওই সমস্ত পরিবারের সমস্যা হয়। আমরা অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।