সংবাদদাতা, নবদ্বীপ: রাতে প্লাস্টিক পোড়ানোর জেরে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। পরিত্যক্ত স্টেশন চত্বরেই প্লাস্টিক পোড়াচ্ছে একশ্রেণির ব্যবসায়ী। দূষণের জেরে স্বাস্থ্যহানির আশঙ্কায় নবদ্বীপের স্বরূপগঞ্জ রেলবাজার ও চরস্বরূপগঞ্জের বাসিন্দারা। নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের চরস্বরূপগঞ্জ এবং রেলবাজার এলাকায় একশ্রেণির ব্যবসায়ী দীর্ঘদিন পুরনো প্লাস্টিক কেনাবেচার ব্যবসা করে আসছে। সেই সব প্লাস্টিক তারা চরস্বরূপগঞ্জ এলাকায় এবং নবদ্বীপঘাট রেলস্টেশনের পরিত্যক্ত জায়গায় মজুত করে রাখছে। সেই সব প্লাস্টিক ঝাড়াই-বাছাইয়ের পর খারাপ প্লাস্টিকগুলিকে জ্বালিয়ে দিচ্ছে বলে অভিযোগ। যাতে বাড়ছে বায়ু দূষণ। ধোঁয়া এবং দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন চরস্বরূপগঞ্জ এবং রেলবাজার এলাকার বাসিন্দারা। পাশাপাশি ফেলে রাখা প্লাস্টিকে জল জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইসব প্লাস্টিকের জল জমে থাকার ফলে কয়েক মাস আগেও এই এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনকে জানিয়েও কোনও সমাধান হচ্ছে না। নবদ্বীপঘাট রেলবাঁচাও কমিটি যুগ্ম সম্পাদক সুদীপ দেবনাথ বলেন, এর ফলে বাসিন্দাদের ফুসফুসে সমস্যা হতে পারে। যারা ব্যবসা করছে তাদের নিয়ে আমাদের আপত্তি নেই। তবে পরিবেশ ভালো রেখে ব্যবসা করুক।
স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিক বলেন, একশ্রেণির ব্যবসায়ী এই নষ্ট হওয়া প্লাস্টিকগুলি আগুন ধরিয়ে দেওয়ার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। এ প্রসঙ্গে কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় বিডিও এবং আইসিকে জানানো হয়েছে। যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।