পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
বিধায়ক বলেন, এলাকাবাসীর সমস্যার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল। তাঁরা এদিন এলাকা পরিদর্শন করে যান। উভয় প্রান্তের মানুষ যাতে যাতায়াত করতে পারেন, সেজন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে। জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর অজয় পি গাদেকর বলেন, আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। ইঞ্জিনিয়ারা এবিষয়ে রিপোর্ট দেবেন। খোসালপুরের আশপাশের জাতীয় সড়ক পারাপারের কোনও রাস্তা নেই। ফলে জাতীয় সড়কের দু’পারের মানুষকে সড়ক পেরোতে প্রায় তিনি কিমি ঘুরপথে যেতে হয়। এতে য়স্ক ও শিশুরা সমস্যায় পড়ে। সময় বাঁচাতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় সড়কের রেলিং ও ডিভাইডার টপকে কখনও হেঁটে, আবার কখনও বাইকে পারাপার করেন। ফলে প্রায়শই দুর্ঘটনাও ঘটে। ওই এলাকায় পারাপারের ব্যবস্থা হয়ে গেলে সেই সমস্যা আর থাকবে না।
স্থানীয় বাসিন্দা মোবারক মোমিন বলেন, এলাকায় পারাপারের ব্যবস্থা না থাকায় খুব সমস্যা হয়। অনেকটা পথ ঘুরতে হয়। অনেকেই শর্টকাটে রেলিং ও ডিভাইডার টপকে যেতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।