পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্যস্তরের নেতা গোরাচাঁদ মুর্মু, জেলাস্তরের নেতা নাসিরাম হেমব্রম সহ অন্যরা। সংগঠনের মূল দাবি, রাজ্যস্তরে একটি সাঁওতালি শিক্ষা বোর্ড চালু করতে হবে। বিভিন্ন জায়গায় সাঁওতালি ভাষায় বিএড ও ডিএলএড কলেজ চালু, ভুয়ো এসটি শংসাপত্র বন্ধ করা, জাহের থান সংরক্ষণ, দেউচা পাচামি কয়লা প্রকল্পের পুনর্বাসন সঠিকভাবে রূপায়ণের দাবিও তাঁরা জানান। গোরাচাঁদবাবু বলেন, রাজ্যে সাঁওতালি ভাষায় শিক্ষাদান শুরু হয়েছে। কিন্তু আমরা চাই, নির্দিষ্টভাবে সাঁওতালি বোর্ড চালু করতে হবে। কারণ আমরা আমাদের শিক্ষা-সংক্রান্ত দাবি জানানোর জায়গা পাচ্ছি না। সাঁওতালি ভাষার কলেজও করতে হবে।