নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া শহরের ভাটবাঁধের জল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার প্রতিবাদ মিছিল করল একটি আদিবাসী সংগঠন। ভারত জাকাত সান্তাড় পৌঠুয়ৌ গাঁওতা নামের ওই আদিবাসী সংগঠনের তরফে এদিন পুরুলিয়া শহরের ভাটবাঁধ মোড় থেকে জেলার পুলিস সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করে। মিছিলের মূল উদ্যোক্তা তথা সংগঠনের নেতা মার্শাল টুডু বলেন, নাবালিকা যাতে সঠিক বিচার পায়, তারজন্য এই মিছিল। পুরুলিয়া শহরের একটি জনবহুল এলাকায় এরকম একটি ঘটনা কীভাবে ঘটল? নারীদের নিরাপত্তা কোথায়? তাছাড়া নাবালিকা সোমবার নিখোঁজ হয়েছে। তারপর থেকে পুলিস প্রশাসনের আধিকারিকরা কী করছিল? কেন এতদিন পর দেহ উদ্ধার হল?
প্রসঙ্গত, পাঁচদিন নিখোঁজ থাকার পর গত শনিবার পুরুলিয়া শহরের ভাটবাঁধ থেকে ১৩ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়। নাবালিকার মা একজন পুলিস কর্মী। বেলগুমা পুলিস লাইনের কোয়ার্টারেই তিনি সপরিবারে থাকেন। পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে টামনা থানার পুলিস। পুলিসের এক আধিকারিক বলেন, তদন্ত চলছে।