পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
এদিকে, মামলার বিধান অনুসারে চার্জ গঠনের সময় সকল অভিযুক্তকে একসঙ্গে আদালতে হাজির থাকতে হয়। কিন্তু এদিন কালীঘাটের কাকু অসুস্থতার কারণে গরহাজির থাকায় সেই আইনি প্রক্রিয়া পিছিয়ে গেল। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই বিচারভবনের বিশেষ আদালতে আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত আর্জির শুনানিও হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রবীণ আইনজীবীদের একাংশের কথায়, কোনও মামলায় কোনও পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত, অন্য বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তাই এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে মূল মামলার বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, সেটাই এখন বড় কথা। এদিকে, এদিন বিচারভবন থেকে কড়া প্রহরায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে তিনি নতুন বছরের সকলকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা দুঃসময় আমার পাশে ছিলেন, তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য কয়েকজন অভিযুক্তও তাঁরা তাঁদের সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করেন। কয়েকজন বলেন, আইনের প্রতি তাঁদের আস্থা ও ভরসা আছে। একই মতামত দেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী সদ্য জামিন পাওয়া অর্পিতা মুখোপাধ্যায়ও।