Bartaman Patrika
হ য ব র ল
 

পরোপকারী
প্রদীপ আচার্য 

ঝিমধরা স্টেশনে এই লাস্ট ট্রেন থেকে নামল হাতেগোনা ক’জন প্যাসেঞ্জার। তারা ছুটল বাস আর অটো ধরার জন্য। বিভূতিবাবু গুছিয়ে বসলেন। একজন গায়ে পড়ে আলাপ করলেন বিভূতিবাবুর সঙ্গে। ‘আপনি যাবেন না? এরপর আর বাস, অটো কিছুই পাবেন না।’ বিভূতিবাবু বললেন, ‘আমার অফিসের জিপ আসবে।’ 
‘যাবেন কোথায়?’
‘ডিএফও-র বাংলোয়।’
‘ও তাহলে তো আমরা একই পথের যাত্রী। ওখানেই আমার বাড়ি। কিন্তু আপনি এই ফাঁকা স্টেশনে মশাই একা বসে থাকবেন? আমার বাস ছেড়ে দিচ্ছে। আপনি যদি আপনার জিপে আমায় লিফ্ট দেন তো আমি থেকে যেতে পারি।’ বিভূতিবাবু ইতস্তত করছিলেন। লোকটা বলল, ‘আপত্তি থাকলে চলে যাচ্ছি। আপনি একা বসে থাকবেন। জিপে গেলে আমার জার্নিটা একটু আরামের হতো। অনেকটা পথ তো। তাই বলছিলাম।’ বিভূতিবাবু ভাবলেন, সত্যিই তো তিনি একা হয়ে যাবেন। তাই বললেন, ‘ঠিক আছে। তাই হবে। চলুন আমার সঙ্গে।’ লোকটা বলল, ‘আমি বাসে চলে যেতে পারতাম। কিন্তু, এই নির্জন স্টেশনে অফিসের জিপ আসার অপেক্ষায় আপনি কতক্ষণ একা বসে থাকবেন, ভেবে খারাপ লাগল তাই বললাম।’
‘সেটা ঠিকই। জিপের অপেক্ষায় ফাঁকা প্ল্যাটফর্মে একা বসে থাকা আমি তো কল্পনাই করতে পারছি না। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি বরং উল্টে আমার উপকারই করলেন।’ লোকটা বলল, ‘আজকের দিনে মানুষ চেনা দায় মশাই। কে যে কী মতলবে ঘোরে কে বলতে পারে?’ বিভূতিবাবু বললেন, ‘কেন? আপনার মতো পরোপকারী মানুষও তো আছে।’ লোকটা বলল, ‘লজ্জা দেবেন না। এতে আর উপকারের 
কী আছে।’
বিভূতিবাবু আবারও ঘড়ি দেখলেন। বললেন, ‘দু’ঘণ্টা হয়ে গেল। জিপ তো এখনও এল না। ফোন করছি, ফোন ধরছে না।’ লোকটা বলল, ‘ওই জিপের আশা ছাড়ুন মশাই। কাল সকালে এখান থেকে লাক্সারি বাস পেয়ে যাবেন। ডিএফও-র বাংলোয় আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব আপনাকে।’ বিভূতিবাবু বললেন, ‘তাহলে তো খুবই উপকার হয়। সত্যি, ভাগ্যিস আপনার সঙ্গে দেখা হল। আরও কতক্ষণ লাগাবে কে জানে! লোকটা বলল, ‘পাহাড়ি রাস্তা, হয়তো জিপটা বিগড়েছে। কিংবা হয়তো তেল ফুরিয়ে গেছে। হতেও তো পারে। তাহলে তো সেই ড্রাইভারেরও দুর্ভোগের একশেষ।’ বিভূতিবাবু বললেন, ‘সেরকমই কিছু একটা গল্প 
শোনাবে এসে।’
লোকটা বলল, ‘ওয়েটিং রুম তো আছে। তবে নাম কা ওয়াস্তে। তালায় জং পড়ে আছে। মনে হচ্ছে স্টেশনেই রাতটা কাটাতে হবে, এখানেই একটা ব্যবস্থা করে ফেলুন। অভ্যেস আছে তো নাকি? আমার আবার মশাই যেখানেই কাত সেখানেই রাত। সবেতেই অভ্যস্ত আমি।’ 
‘আমার জন্য আপনারও ভোগান্তি হচ্ছে।’
‘ভোগান্তি কপালে থাকলে খণ্ডাবে কে? শীতকাল হলে ভোগান্তি কাকে বলে মালুম হতো।’
বিভূতিবাবুর মনে পড়ল, কিটব্যাগে কিছু স্ন্যাকস, বিস্কুট রয়েছে। চটপট সেগুলোর সদগতি করলেন। লোকটাকেও ভাগ দিয়ে ভদ্রতা করলেন। লোকটা বলল, ‘ফার্স্ট ক্লাস। একটু খিদে খিদে পাচ্ছিল। তাই আর লজ্জা করব না মশাই।’ বিভূতিবাবুও ওই হাতের পাঁচ স্ন্যাকস দিয়েই বলতে গেলে ডিনার সেরে নিলেন। ঢকঢক করে বোতল উপুড় করে একপেট জল খেলেন। ব্যাগ থেকে একটা পলিথিনের শিট বের করে পেতে নিলেন বিভূতিবাবু। তারপর ক্লান্ত শরীরটাকে দিব্যি গড়িয়ে দিলেন। ক্লান্তিতে চোখ বুজে আসছিল। খানিক চোখ বুজে শুয়ে রইলেন বিভূতিবাবু। লোকটা বলল, ‘ঘুমিয়ে পড়ুন। আমি তো আছি আপনার মাথার কাছে। ঘুম পেলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন।’ বিভূতিবাবু মনে মনে বললেন, মানুষ চেনা দায় বলে তো লেকচার দিলেন মশাই। আপনি নিজেও যে সেই দলেরই না, তার প্রমাণ কী? এখন আমি ঘুমিয়ে পড়লে আপনার কাজের সুবিধা হয় তাই তো? 
লোকটা বলল, ‘আমার রাত জাগা অভ্যেস আছে?’
থাকবেই তো। নইলে কাজ হাসিল করবে কীভাবে? হু হু বাওয়া, গায়ে পড়ে উপকার করার মতলবটা বুঝি। তুমি যতই বল না কেন, আমি তোমার ট্র্যাপে পা দিচ্ছি না। মনে মনে এসব ভেবে নিয়েই মনস্থির করলেন, তিনি ঘুমোবেন না। কিন্তু কপালের ফের। কখন ঘুমে দু’চোখ জুড়িয়ে এল! তন্দ্রা মতো এসে গিয়েছিল। আচমকা ঘুমের ঘোর কাটতেই হুড়মুড় করে উঠে বসলেন বিভূতিবাবু। হ্যাঁ, ঠিক তাই। যা ভেবেছেন তাই।
লোকটা কখন কর্পূরের মতো উবে গিয়েছে। বিভূতিবাবুর ট্রলি সুটকেস, কিটব্যাগ পুরো লাগেজই হাপিস করে দিয়েছে লোকটা। বিভূতিবাবুর বোঝা উচিত ছিল। তিনি বুঝেওছিলেন ঠিকই। কিন্তু ওই যে গ্রহের ফের? তাই বুঝেও না বোঝার খেসারত দিতে হল।  
যদিও পকেটে রেস্তো ভালোই আছে, কিন্তু কিটব্যাগেও অনেক টাকাকড়ি ছিল। আর ট্রলি সুটকেসটায় তো বিভূতিবাবুর বলতে গেলে গোটা সংসারটাই ছিল। প্ল্যাটফর্মে দু’দণ্ডের আলাপে কেউ কাউকে এতটা বিশ্বাস করে? লোকে শুনলে তো ছ্যা ছ্যা করবে। ফালতু লোকজন গায়ে পড়ে জ্ঞান দেবে। কিন্তু, বিভূতিবাবু তো লোকটাকে একেবারেই বিশ্বাস করেননি। বরং সন্দেহই করেছিলেন। কিন্তু চোখ দুটো কেন যে এত বিট্রে করল, তা ভেবে পাচ্ছেন না বিভূতিবাবু। 
এই নির্জন স্টেশনের প্ল্যাটফর্মে লোকটা তবু মন্দের ভালো ছিল। আফটার অল একজন সঙ্গী তো ছিল। এখন বিভূতিবাবুর আমও গেল ছালাও গেল। শুনশান স্টেশন। এখানে আবার তেনাদের বাসও রয়েছে কি না কে জানে? ভূত-প্রেত যদি না-ও থাকে, স্টেশনের ওপারে ঘন বন জঙ্গল। সেই জঙ্গল থেকে যদি কোনও জংলি জানোয়ার এসে চড়াও হয়! তবে? ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল বিভূতিবাবুর। বোতলের জলটুকু তখনই শেষ করে রেখেছেন। এখন চোখের জল ফেললেও গলা ভিজবে না। ঠিক তখনই বিভূতিবাবুর অফিসের জিপটা এসে দাঁড়াল। তার চওড়া হেডলাইটের আলো এসে ছড়িয়ে পড়ল অন্ধকার প্ল্যাটফর্মে। বিভূতিবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। সর্বস্ব গিয়েছে যাক। জানটা যে বেঘোরে যায়নি, এই রক্ষে। ওই লোকটা তো বিভূতিবাবুর মাথায় ডাণ্ডা মেরে সব নিয়ে পালাতে পারত। কিন্তু, তা যে করেনি লোকটা, সেটাই বহুজন্মের পুণ্যের ফল। লোকটা ভদ্রলোকের মতো ঘুম পাড়িয়ে মাল নিয়ে সটকে পড়েছে। 
ড্রাইভার তড়িঘড়ি এসে বলল, ‘স্যার, মাঝপথে গাড়ির তেল ফুরিয়ে গেছিল স্যার। বলব কী, সাত সাত চোদ্দো কিলোমিটার পথ ঠেঙিয়ে যাওয়া আসা। পেট্রল পাম্প থেকে তেল এনে তেল ভরে তবে আসছি স্যার। আমার নাম বিপিনবিহারী ঘোষ দস্তিদার। আমি আপনার ডিপার্টমেন্টের সবেধন নীলমণি। একমাত্র ড্রাইভার। স্টেশনে কি আপনি একা ছিলেন?’ ড্রাইভারের কথা শুনে গা চিড়বিড় করে জ্বলে গেল বিভূতিবাবুর। বললেন, ‘আমি কি এখানে বরযাত্রী এসেছি যে দলবল থাকবে আমার সঙ্গে?’
‘রাগ করবেন না স্যার। আপনার লাগেজ কোথায় রেখেছেন বলুন। অনেকটা পথ যেতে হবে জলদি জলদি চলুন।’ লাগেজের কথায় বিভূতিবাবুর মাথায় চড়াত করে রক্ত চড়ে গেল। তবু রাগটা কোনওমতে সামলে নিয়ে বললেন, ‘লাগেজটা এক পরোপকারীকে গিফ্ট দিয়েছি আমি।’
‘তাহলে তো পরোপকারীকেও পেয়েছিলেন বলুন। একা থাকতে হয়নি আপনাকে।’ ড্রাইভারের এধরনের রসিকতা শুনে গা রি রি করে জ্বলে গেল বিভূতিবাবুর। তবুও তিনি নিজেকে সংযত করলেন। আর কথা বাড়ালেন না। চুপচাপ গিয়ে জিপে উঠে বসলেন। কিন্তু জিপে উঠে বসতেই জবর ধাক্কা খেলেন বিভূতিবাবু। জিপের ভেতরে তাঁর লাগেজ সবই সাজানো রয়েছে। তখনই জিপের পেছনের সিটে উঠে বসল সেই লোকটা। লোকটা বলল, ‘আমি বনবিহারী। বিপিনবিহারী আমার ভাই। জিপেই আসছিলাম। তেল ফুরিয়ে গেল। আমি বাস ধরে নিলাম। আপনাকে রিসিভ করতে হবে তো।’ 
‘কিন্তু, আপনি না বলে আমার লাগেজ নিয়ে কোথায় চলে গেছিলেন?’ 
‘ওই দূরে ওই মৌসির চায়ের দোকানে। আপনি ঘুমোচ্ছিলেন। তাই আপনাকে আর ডাকিনি। ট্রলি টানতে টানতে গেলাম আর চলে এলাম। চুরি হতো না। তবু সাবধানের তো মার নেই। জানেন তো?’
29th  September, 2024
পৃথিবীর প্রাচীনতম ক্যালেন্ডার
সোমা চক্রবর্তী

পরিক্রমণের পথে আমরা পার করছি আরও একটি বছর। ২০২৪ শেষ হতে আর দু’দিন! ২০২৫ আগত। নতুন বছরে নতুন ক্যালেন্ডার, নতুন ডায়েরি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। ইংরেজি বছরের মতো বাংলা নববর্ষেও পঞ্জিকা, বাংলা ক্যালেন্ডার এগুলো আমরা সংগ্রহ করি। বিশদ

29th  December, 2024
বিচিত্র বর্ণমালা
অনির্বাণ রক্ষিত

ভাষা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ভাষা শিক্ষার মানসিক ক্ষমতা নিয়ে জন্মায় মানুষ। একবার ভাষার মূলসূত্রগুলি আয়ত্ত করে ফেলার পর অসংখ্য নতুন নতুন বাক্যের সৃষ্টি হয়। একটা দেশের সংস্কৃতি বা সেই দেশের চরিত্র হয়ে ওঠে তাদের ভাষা। বিশদ

29th  December, 2024
নামের খোঁজে
সাগর দাস

পঞ্চদশ শতকে ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি তাঁর নোট বইয়ে লিখেছিলেন, ‘বাতাসে কোনও একটা উপাদান আছে, যা মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। আর এই উপাদানটি ছাড়া মোমবাতি জ্বলতে পারে না।’ কিন্তু সেই উপাদানটি যে কী, সেটি ভিঞ্চি বা অন্য কেউ বলতে পারেননি সে সময়। বিশদ

29th  December, 2024
মেরি ক্রিসমাস

‌আগামী বুধবার বড়দিন। প্রভু যিশুর জন্মদিন মানেই কেক, আলো, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ। কেমনভাবে কাটবে বড়দিন জানাল সিঁথি আর বি টি বিদ্যাপীঠের পড়ুয়ারা।
বিশদ

22nd  December, 2024
হাতে তৈরি  রঙিন পর্দা

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

22nd  December, 2024
দাবার  কনিষ্ঠ সম্রাট

সালটা ২০১৩। চেন্নাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের মাথায় আরও একবার মুকুট ওঠার প্রহর গুনছে দেশবাসী। কিন্তু সেই আশায় জল ঢেলে ভারত থেকে খেতাব ছিনিয়ে নিয়ে গেলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
বিশদ

22nd  December, 2024
বুমরাহের সিঁড়ি ভাঙার গল্প

আমেদাবাদের অতি সাধারণ পরিবারে জন্ম। ছোট বয়সেই হারান বাবাকে। অদম্য জেদ তাঁকে দিয়েছে ক্রিকেট বিশ্বে সেরা পেসারের তকমা! যশপ্রীত বুমরাহের লড়াইয়ের গল্প শোনালেন  সৌগত গঙ্গোপাধ্যায় বিশদ

15th  December, 2024
পরিত্যক্ত মহাকাশযানের সমাধিস্থল
উৎপল অধিকারী

সেই প্রাচীনকাল থেকে মানুষ অপার আগ্রহে মহাশূন্যের দিকে চেয়ে থাকে। পাখির মতো ওড়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তারপর ধীরে ধীরে বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ নানা যন্ত্রপাতি আবিষ্কার করেছে। এমনভাবে সে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। বিশদ

15th  December, 2024
ঠান্ডা আলো
স্বরূপ কুলভী

রাতের নিকষ কালো অন্ধকারে বনে-জঙ্গলে, গাছের শাখায় শাখায়, পুকুর পাড়ে খুদে আলোর হুল্লোড়। তা দেখে কার না ভালো লাগে! আমরা সবাই জানি, এভাবে আলোর দীপ জ্বেলে কারা ঘুরে বেড়ায়। ওরা জোনাকি। ছোট্ট হলে কী হবে, বড় বিচিত্র প্রাণী ওরা। বিশদ

15th  December, 2024
স্বস্তিকের সাইকেল
অঞ্জনা চট্টোপাধ্যায়

কী রে সতু, অঙ্কে কত পেলি? আজ তোর রেজাল্ট বেরিয়েছে তো?’ বিশদ

08th  December, 2024
খাঁচা ভর্তি গাছ

একটা অন্য ধরনের হাতের কাজ আজ শেখাবেন তোমাদের ডিজাইনার বিদিশা বসু। নাম ‘কেজ প্লান্টিং’। খাঁচার ভেতর গাছের ছায়া। অবাক হলে নাকি? ভাবছ, খাঁচায় আবার গাছ কবে থেকে রাখা হয়? খাঁচা তো পাখির জন্য। কিন্তু তা মোটেও বিশ্বাস করেন না এই ডিজাইনার। বিশদ

08th  December, 2024
মাস্তুল রহস্য
অরিন্দম ঘোষ

হুগলি জেলার ব্যান্ডেল চার্চের জন্য বিখ্যাত। এটিকে পশ্চিমবঙ্গের প্রথম গির্জা বলে মনে করা হয়ে থাকে। গির্জাটি নির্মিত হয় ১৫৯৯ সালে। ১৯৮৮ সালের ২৫ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল ব্যান্ডেল চার্চকে ‘ব্যাসিলিকা’র মর্যাদা দান করেন। বিশদ

08th  December, 2024
কম্পিউটারের ঊষাকাল

আগামী কাল অর্থাৎ ২ ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস। কম্পিউটার ছাড়া এখন গোটা বিশ্ব অচল। চার্লস ব্যাবেজের হাত ধরে কীভাবে এল এই বিস্ময়কর যন্ত্র, জানালেন মৃণালকান্তি দাস।
বিশদ

01st  December, 2024
অঙ্ক কষে বলে দাও বন্ধুর বয়স 
স্বরূপ কুলভী

অঙ্ক মানে সংখ্যার খেলা। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে হাজার মজা লুকিয়ে রয়েছে। শুধু শিখে নিতে হয়। খুঁজে নিতে হয়। আর এই মজার মধ্যেই রয়েছে অঙ্কের ম্যাজিক। আজ এমনই একটা ম্যাজিক শিখে নেব। আর এটা একেবারেই যোগ, গুণ, বিয়োগ। বিশদ

01st  December, 2024
একনজরে
চলতি বছরে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৭৫ জন জঙ্গি। নিহত জঙ্গিদের ৬০ শতাংশই পাকিস্তানের বাসিন্দা। ...

কিছুদিন আগে প্যারিসে সম্মানিত হয়েছে সুন্দরীনি দুগ্ধ সমবায়। সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশন। ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মান পেয়েছে এই সমবায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা প্রসূত এই ...

আত্মীয়তা দেখাতে এসে চরম বিশ্বাসঘাতকতা! নেশার দ্রব্য মেশানো খাবার খাইয়ে ঘর থেকে লোপাট নগদ সাড়ে ন’লক্ষ টাকা সহ সোনা ও রুপোর গয়না। চাঞ্চল্যকর এই অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন দুই আত্মীয় নূর আলম (২৫) ও তাঁর স্ত্রী লাগি খাতুনকে (২৪) রায়গঞ্জ থানার ...

জেলায় জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ডাকতে দেরি হচ্ছে। পড়ে থাকছে কোটি কোটি টাকা। সেই কারণে সার্বিকভাবে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে, তা পূরণে পিছিয়ে থাকছে রাজ্য। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৩০- জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু
১৮০৩- ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ
১৮০৩- গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন
১৯২২- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়
১৯২৫- কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়
১৯৪৩- সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন
১৯৭৫- আমেরিকান গল্ফ খেলোয়াড় টাইগার উডসের জন্ম
১৯৫৯- বিশিষ্ট বাংলা লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিনের মৃত্যু
২০০৬- ইরাকের ৫ম রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যু
২০১৮- বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.৭৩ টাকা ৮৬.৪৭ টাকা
পাউন্ড ১০৫.৩৭ টাকা ১০৯.০৯ টাকা
ইউরো ৮৭.৪৫ টাকা ৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
28th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৯০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
29th  December, 2024

দিন পঞ্জিকা

১৫ পৌষ, ১৪৩১, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪। অমাবস্যা ৫৪/৩ রাত্রি ৩/৫৭। মূলা নক্ষত্র ৪৪/৫ রাত্রি ১১/৫৮। সূর্যোদয় ৬/২০/১২, সূর্যাস্ত ৪/৫৮/১০। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে পুনঃ ৯/১১গতে ১১/১৮ মধ্যে। রাত্রি ৭/৩৯ গতে ১১/১৩ মধ্যে পুনঃ ২/৪৭ গতে ৩/৪০ মধ্যে। বারবেলা ৭/৪০ গতে ৯/০ মধ্যে পুনঃ ২/১৮ গতে ৩/৩৮ মধ্যে। কালরাত্রি ৯/৫৯ গতে ১১/৩৯ মধ্যে। 
১৪ পৌষ, ১৪৩১, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪। অমাবস্যা শেষরাত্রি ৪/১০। মূলা নক্ষত্র রাত্রি ১২/৪৬। সূর্যোদয় ৬/২৩, সূর্যাস্ত ৪/৫৮। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১০/৪৩ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/৩ গতে ৮/৪২ মধ্যে ও ১১/২১ গতে ২/৫২ মধ্যে। কালবেলা ৭/৪২ গতে ৯/১ মধ্যে ও ২/১৯ গতে ৩/৩৮ মধ্যে। কালরাত্রি ১০/০ গতে ১১/৪০ মধ্যে। 
২৭ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কোচবিহারে বাংলাদেশি নাগকিরদের নিয়ে কড়াকড়ি
চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া বাংলাদেশের কোনও নাগরিককে কোচবিহারের কোনও হোটেলে ...বিশদ

10:30:00 PM

স্প্যাডেক্স মিশন: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল ইসরোর পিএসএলভি-সি৬০ রকেট

10:15:00 PM

স্প্যাডেক্স মিশন: আজ রাত ১০টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে ইসরোর পিএসএলভি-সি৬০ রকেট

09:53:00 PM

আইএসএল: মুম্বই সিটিকে ৩-০ গোলে হারাল নর্থ ইস্ট

09:40:00 PM

গান্ধীনগর বাস ডিপোয় সারপ্রাইজ ভিজিট গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের

09:32:00 PM

আলোয় সেজে উঠেছে তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির

09:24:00 PM