Bartaman Patrika
হ য ব র ল
 

বুমরাহের সিঁড়ি ভাঙার গল্প

আমেদাবাদের অতি সাধারণ পরিবারে জন্ম। ছোট বয়সেই হারান বাবাকে। অদম্য জেদ তাঁকে দিয়েছে ক্রিকেট বিশ্বে সেরা পেসারের তকমা! যশপ্রীত বুমরাহের লড়াইয়ের গল্প শোনালেন  সৌগত গঙ্গোপাধ্যায়
 
৬ ডিসেম্বর ১৯৯৩! আমার প্রিয় বান্ধবী দলজিত্ আমায় ছুটি নিতে বাধ্য করেছে। ওর দ্বিতীয় সন্তানের জন্ম। অগত্যা সকাল থেকেই হাসপাতালে আমি। বান্ধবীর স্বামী কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছেন। এমন সময় নার্স এসে একটি লিকলিকে রোগা সদ্যোজাতকে আমার কোলে ধরিয়ে দিয়ে গেলেন। বাচ্চাটা যেন হাসতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। ডাক্তার দ্রুত তার চিকিত্সা শুরু করলেন। কয়েক বছর পর দলজিতের স্বামী যশবীর মারা গেলেন। তাঁদের পরিবারে যেন কালবৈশাখী ঝড়। খুব অসহায় পরিস্থিতি। সংসার চালাতে দিনে ১৬-১৮ ঘণ্টা কাজ করত দলজিত্। ওই সময় বাচ্চা দুটোকে আমিই সামলেছি। ওদের পড়াতাম। কিন্তু ছোট ছেলেটার পড়াশোনায় তেমন মন ছিল না। সস্তা প্লাস্টিকের বল নিয়ে শুধু খেলে বেড়াত। আমি তখন জুনিয়র সাংবাদিক। বেতনও বেশি ছিল না যে, ওদের সাহায্য করব। ছোট ছেলেটার জন্য এক প্যাকেট দুধ কিনতে গিয়েও হিমশিম খেতে হতো দলজিৎকে। তবে, ছেলেটা মুখে কিছু বলত না। খুব শান্ত-নম্র। আমার বেতন বৃদ্ধির পর ওকে একটা উইন্ডচিটার কিনে দিয়েছিলাম। তাতে যে কী খুশি! বলে বোঝাতে পারব না।’
— সেই লিকলিকে, দুর্বল ছেলেটি আর কেউ নন, যশপ্রীত বুমরাহ! এই মুহূর্তে তিনটি ফরম্যাটে বিশ্বের সেরা ক্রিকেটার। এই ক্রিকেট তারকার ছোটবেলার জীবন সংগ্রামের গল্প প্রকাশ্যে এনেছেন তাঁর মায়ের বান্ধবী দীপাল ত্রিবেদী। চলতি বছরে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা রেখেছিলেন ‘বুমবুম বুমরাহ’। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। সেই রাতেই যশপ্রীতের জীবনের গল্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপাল ত্রিবেদী। ক্রিকেট খুব একটা বোঝেন না তিনি। বিরাট কোহলিকেও চেনেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী হিসেবে। তবুও সেই ছোট্ট ছেলেটার সাফল্যের দিনে আবেগ চেপে রাখতে পারেননি। তিনি যে চোখের সামনে লিকলিকে অসুস্থ ছেলেটাকে কিংবদন্তি হতে দেখেছেন। তাই পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘এই পোস্টটা আমার জীবনের নায়ককে ঘিরে।’ না বুমরাহ এখন শুধু দীপালের নয় আগামী প্রজন্মেরও নায়ক।
গুজরাতের আমেদাবাদে জন্ম বুমরাহর। তাঁর বাবা যশবীর সিং কেমিক্যালের ব্যবসা করতেন। আর মা দলজিত্ ছিলেন স্কুল শিক্ষিকা। ছোটবেলায় বুমরাহ খুব একটা কথা বলতেন না। চেহারার জন্য তাঁকে নিয়ে পরিবারের চিন্তার শেষ ছিল না। মাত্র পাঁচ বছর বয়সেই বাবাকে হারান ভারতীয় দলের এই পেসার। মা দলজিতের ওপর সংসারের সমস্ত ভার এসে পড়ে। বলাই বাহুল্য, বুমরাহের ছোটবেলাটা খুবই কষ্টে কেটেছে। নির্মাণ হাইস্কুলে দলজিত্ পড়াতেন, সেখানেই ছেলেকে ভর্তি করেন তিনি। আর এই স্কুলেই  ক্রিকেটে পথচলা শুরু হয় বুমরাহের। প্রতিদিন স্কুল শেষে বল নিয়ে মাঠে নেমে পড়তেন তিনি। তাঁর ইউনিক বোলিং অ্যাকশন নজরে আসে কোচ কিশোর ত্রিবেদী ও কেতুল পুরোহিতের। নেটে যশপ্রীতের বোলিং দেখে হীরে চিনে নিতে ভুল হয়নি তাঁদের। এক সাক্ষাত্কারে কিশোর বলেছেন, ‘শর্ট রানআপেও বুমরাহের বলের গতি বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলত। ওর কুইক আর্ম অ্যাকশন সবার থেকে আলাদা। আমাদের মনে হয়েছিল, ঠিকমতো গাইড পেলে ওর ভবিষ্যত্ উজ্জ্বল। লাইন-লেংথে সামান্য কাজ করতে হবে।’
কয়েক বছর যেতে না যেতেই লোকাল ক্রিকেটের সেনসেশন বনে যান বুমরাহ। ধারাবাহিকভাবে তাঁর ১৪০ কিমি প্রতি ঘণ্টার ডেলিভারিতে সর্ষে ফুল দেখতেন ব্যাটাররা। বুমরাহর সৌজন্যে ওই সময় নির্মাণ স্কুলও হারতে ভুলে গিয়েছিল। তবে তাঁর ক্রিকেট খেলায় মায়ের আপত্তি ছিল। কারণ, তিনি মনে করতেন, তাঁর ছোট ছেলে ততটাও শৃঙ্খলাপরায়ণ নয়। আর খেলোয়াড় হতে হলে শৃঙ্খলার একান্ত প্রয়োজন। একদিন স্কুলের কোচ কিশোর ত্রিবেদীকে ফোন করেন বুমরাহের মা। এই প্রসঙ্গে কোচের স্মৃতিচারণা, ‘ওর মা ফোন করে জানতে চেয়েছিলেন, ক্রিকেটে ছেলের আদৌ কোনও ভবিষ্যৎ আছে কি না? আমি তাঁকে আশ্বস্ত করি। বলি, ছেলেকে দুটো বছর সময় দিন।’ এই পর্বে ক্রিকেটে অভূতপূর্ণ উন্নতি করেন বুমরাহ।  সুইং, ইয়র্কারে শান দিয়ে আরও পরিণত হন। আর ১৯ বছর বয়সে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স টিমে ডাক পাওয়াটা তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। সেই সময় ফ্র্যাঞ্চাইজিটির স্কাউটিংয়ের দায়িত্বে ছিলেন জন রাইট। ভারতের প্রাক্তন কোচ ভবিষ্যতের রত্নকে ঠিক চিনে নিয়েছিলেন। তবে তারপরও তাঁর সফর অত সহজ ছিল না। ভিন্ন বোলিং অ্যাকশনের জন্য জেলার অনূর্ধ্ব-১৯ টিমে পর্যন্ত রিজার্ভ হিসেবে থাকতে হয়েছিল বুমরাহকে। তবে সুযোগ পেয়ে জাত চেনাতেও ভুল হয়নি স্পিডস্টারের। এক ম্যাচেই সাত উইকেট নিয়ে চমক দিয়েছিলেন। আইপিএলেও সেবছর তিনটির বেশি ম্যাচ পাননি তিনি। তারমধ্যেই বিরাট কোহলিকে আউট করে শিরোনামে আসেন বুমবুম। ক্রোড়পতি লিগে নজর কেড়ে গুজরাতের হয়ে রঞ্জি ট্রফিতে সুযোগ পান এই ডানহাতি পেসার। কিন্তু ২০১৫-’১৬ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে বুমরাহের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। যদিও গুজরাত টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে সমস্যাটি মিটে যায়। সেই ঘটনার একমাস পর ২০১৬ সালের ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যশপ্রীত বুমরাহের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। লিকপিকে সেই দুর্বল ছেলেটি এখন ভারতের বোলিংয়ের স্তম্ভ, লিডার। শুধু ভারতের কেন বিশ্বের সেরা পেসার। তাঁর দু’দিকে সুইং, বিষাক্ত ইয়র্কার, ভয় ধরানো বাউন্সার বা বুদ্ধিদীপ্ত স্লোয়ারে খাবি খান প্রতিপক্ষ ব্যাটাররা। সম্প্রতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার চালু হওয়ায় ব্যাটারদেরই দাপট থাকে। তবে বুমরাহ উজ্জ্বল ব্যতিক্রম। তিনি বল হাতে তুললেই যেন ম্যাচের রং বদলে যায়। তাঁর চার ওভার কোনওক্রমে পার করতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচেন ব্যাটাররা। চলতি বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালেও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে বসেছিল ভারত। কিন্তু শেষদিকে বুমরাহের বোলিংয়েই ম্যাচে ফেরে ভারত। সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতেও বল হাতে আগুন ঝরিয়েছেন। তাঁর দাপটেই পারথ টেস্টে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়া। শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, এম এস ধোনি কিংবা বিরাট কোহলিরা ব্যাট হাতে প্যাভিলিয়ন থেকে বেরতেই গলা ফাটাচ্ছেন সমর্থকরা— এটা ক্রিকেট মাঠের চেনা ছবি। আর এখন বুমরাহ বল হাতে তুললেও ‘বুমবুম’ স্লোগানে উত্তাল হয় গ্যালারি।
15th  December, 2024
মেরি ক্রিসমাস

‌আগামী বুধবার বড়দিন। প্রভু যিশুর জন্মদিন মানেই কেক, আলো, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ। কেমনভাবে কাটবে বড়দিন জানাল সিঁথি আর বি টি বিদ্যাপীঠের পড়ুয়ারা।
বিশদ

হাতে তৈরি  রঙিন পর্দা

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

দাবার  কনিষ্ঠ সম্রাট

সালটা ২০১৩। চেন্নাইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের মাথায় আরও একবার মুকুট ওঠার প্রহর গুনছে দেশবাসী। কিন্তু সেই আশায় জল ঢেলে ভারত থেকে খেতাব ছিনিয়ে নিয়ে গেলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেন।
বিশদ

পরিত্যক্ত মহাকাশযানের সমাধিস্থল
উৎপল অধিকারী

সেই প্রাচীনকাল থেকে মানুষ অপার আগ্রহে মহাশূন্যের দিকে চেয়ে থাকে। পাখির মতো ওড়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তারপর ধীরে ধীরে বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ নানা যন্ত্রপাতি আবিষ্কার করেছে। এমনভাবে সে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। বিশদ

15th  December, 2024
ঠান্ডা আলো
স্বরূপ কুলভী

রাতের নিকষ কালো অন্ধকারে বনে-জঙ্গলে, গাছের শাখায় শাখায়, পুকুর পাড়ে খুদে আলোর হুল্লোড়। তা দেখে কার না ভালো লাগে! আমরা সবাই জানি, এভাবে আলোর দীপ জ্বেলে কারা ঘুরে বেড়ায়। ওরা জোনাকি। ছোট্ট হলে কী হবে, বড় বিচিত্র প্রাণী ওরা। বিশদ

15th  December, 2024
স্বস্তিকের সাইকেল
অঞ্জনা চট্টোপাধ্যায়

কী রে সতু, অঙ্কে কত পেলি? আজ তোর রেজাল্ট বেরিয়েছে তো?’ বিশদ

08th  December, 2024
খাঁচা ভর্তি গাছ

একটা অন্য ধরনের হাতের কাজ আজ শেখাবেন তোমাদের ডিজাইনার বিদিশা বসু। নাম ‘কেজ প্লান্টিং’। খাঁচার ভেতর গাছের ছায়া। অবাক হলে নাকি? ভাবছ, খাঁচায় আবার গাছ কবে থেকে রাখা হয়? খাঁচা তো পাখির জন্য। কিন্তু তা মোটেও বিশ্বাস করেন না এই ডিজাইনার। বিশদ

08th  December, 2024
মাস্তুল রহস্য
অরিন্দম ঘোষ

হুগলি জেলার ব্যান্ডেল চার্চের জন্য বিখ্যাত। এটিকে পশ্চিমবঙ্গের প্রথম গির্জা বলে মনে করা হয়ে থাকে। গির্জাটি নির্মিত হয় ১৫৯৯ সালে। ১৯৮৮ সালের ২৫ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল ব্যান্ডেল চার্চকে ‘ব্যাসিলিকা’র মর্যাদা দান করেন। বিশদ

08th  December, 2024
কম্পিউটারের ঊষাকাল

আগামী কাল অর্থাৎ ২ ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস। কম্পিউটার ছাড়া এখন গোটা বিশ্ব অচল। চার্লস ব্যাবেজের হাত ধরে কীভাবে এল এই বিস্ময়কর যন্ত্র, জানালেন মৃণালকান্তি দাস।
বিশদ

01st  December, 2024
অঙ্ক কষে বলে দাও বন্ধুর বয়স 
স্বরূপ কুলভী

অঙ্ক মানে সংখ্যার খেলা। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যে হাজার মজা লুকিয়ে রয়েছে। শুধু শিখে নিতে হয়। খুঁজে নিতে হয়। আর এই মজার মধ্যেই রয়েছে অঙ্কের ম্যাজিক। আজ এমনই একটা ম্যাজিক শিখে নেব। আর এটা একেবারেই যোগ, গুণ, বিয়োগ। বিশদ

01st  December, 2024
পরীক্ষা প্রস্তুতি

সামনেই বার্ষিক পরীক্ষা। এখন শেষ মুহূর্তের পড়া ঝালিয়ে নেওয়ার সময়। কেমন চলছে পরীক্ষার প্রস্তুতি, জানাল কলকাতার ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ছাত্রীরা। বিশদ

24th  November, 2024
অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক

ছোট্ট ছেলেটা মুদির দোকানে কাজ করে। কয়েক বছর আগে বাবাকে চিরতরে হারিয়েছে সে। ‌বাড়িতে রোজগেরে বলতে তেমন কেউই নেই। অভাব নিত্য সঙ্গী। অগত্যা নিয়তির পরিহাসেই স্কুলের গণ্ডিটা আর পেরনো হল না। বিশদ

24th  November, 2024
ডাবের খোলায় ফুলের টব

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

24th  November, 2024
মাকড়সার জাল

মাকড়সার জাল কে না দেখেছে। বাড়ির আনাচে-কানাচে, বাগানে সর্বত্রই এই জাল আমরা দেখতে পাই। খুব ভালো করে লক্ষ্য করলে এর নিখুঁত বুনোট আমাদের তাক লাগিয়ে দেয়। প্রাণীজগতের অতি আশ্চর্য শিল্পকর্ম হল এই মাকড়সার জাল।
বিশদ

17th  November, 2024
একনজরে
কুয়েত সিটি: দু’দিনের কুয়েত সফরে শনিবার রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লা আল বার‌ৌনের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বললেন এই দুই মহাকাব্যের আরবি সংস্করণের প্রকাশক আবদুল লতিফ আল নেসেফের সঙ্গেও। প্রকাশক আল নেসেফ জানান, ‘আমি খুব খুশি। ...

খুনে অভিযুক্ত দুই তৃণমূল ছাত্র নেতা শুক্রবার রাতে নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে ঢুকতেই তীব্র উত্তেজনা ছড়ায়। নিহত যুবকের পরিবারের লোকেরা কলেজের সামনে এসে তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন। তখন কলেজে একটি অনুষ্ঠান চলছিল। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিসবাহিনী চলে আসে। ...

ভোটব্যাঙ্কে ধরেছে ক্ষয়। এখন সদস্য সংগ্রহ অভিযানেও নেই গতি। নেই দলের পক্ষে হাওয়া। এমন প্রেক্ষাপটে ছাব্বিশের নির্বাচনের আগে হাওয়া গরম করতেই পদ্মশিবির ফের পিপিএস ইস্যু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের জিগির তুলেছে। ...

শনিবার সকালে ট্রাক্টর উল্টে বধূর মর্মান্তিক মৃত্যু ও তাঁর স্বামী ও সন্তান গুরুতর জখম হওয়ার উত্তাল হল দুর্গাপুর। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রনেত পারভিন(২৫)। দুর্গাপুরের মেনগেটের কাছে নিউ স্টিল পার্ক মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় গণিত দিবস
১৭১৬ : ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত
১৭৯৭ : কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপুজার সূচনাকারী  রাজা নবকৃষ্ণ দেবের মৃত্যু
১৮৫১: ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৮৫৩: বাঁকুড়া জেলার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী সারদা দেবী
১৮৮৭: গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্ম
১৯৮৯: তিন দশক পরে খুলে দেওয়া হল বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেট। কার্যত নাকচ হয়ে গেল পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.১৮ টাকা ৮৫.৯২ টাকা
পাউন্ড ১০৫.০৫ টাকা ১০৮.৭৮ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ পৌষ, ১৪৩১, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪। সপ্তমী ২০/৩৮ দিবা ২/৩২। উত্তরফাল্গুনী নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৬/১৬/৪৭, সূর্যাস্ত ৪/৫৩/৪১। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৯ গতে ৯/৭ মধ্যে পুনঃ ১১/৫৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৭/৩৫ গতে ৯/২২ মধ্যে পুনঃ ১২/৩ গতে ১/৫০ মধ্যে পুনঃ ২/৪৩ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৯ গতে ৪/১২ মধ্যে। বারবেলা ১০/১৬ গতে ১২/৫৬ মধ্যে। কালরাত্রি ১/১৭ গতে ২/৫৭ মধ্যে।  
৬ পৌষ, ১৪৩১, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪। সপ্তমী দিবা ৩/৩৪। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা ৮/৪। সূর্যোদয় ৬/২০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। 
১৯ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জার্মানিতে বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে তাণ্ডব: জখমদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয়

21-12-2024 - 11:29:00 PM

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনা: আমার চরিত্রহনন করা হয়েছে, বললেন অল্লু অর্জুন
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ...বিশদ

21-12-2024 - 11:10:07 PM

ব্রাজিলে ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, হত ৩০

21-12-2024 - 10:41:00 PM

রাজাহুলিতে বৃদ্ধ খুনের অভিযোগে আরও দু’জনকে মালদহের কালিয়াচক থেকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস

21-12-2024 - 10:20:00 PM

ঝাড়গ্রাম শহরে অজানা জন্তুর আক্রমণে গোরুর মৃত্যু, মিলেছে পায়ের ছাপ

21-12-2024 - 10:03:00 PM

মোহালিতে নির্মীয়মান বিল্ডিং বিপর্যয়: উদ্ধারকাজে যোগ দিল ভারতীয় সেনা

21-12-2024 - 09:50:00 PM