মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
রোহিত শর্মার ক্রিকেট ঠিকুজিতে ‘৩’ সংখ্যাটা ক্রমশ অশুভ হয়ে দাঁড়াচ্ছে। শেষ অস্ট্রেলিয়া সফরে দু’বার তিন রান করে আউট হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধেও তাঁর স্কোর ৩। আর বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩ ম্যাচে সাকুল্যে তিনি করেছিলেন ৩১। অর্থাৎ, সেখানেও ৩-এর উপস্থিতি। রনজিতেও সেই একই সংখ্যার গেরোয় আটকা পড়লেন হিটম্যান। ফর্মে ছিলেন না বলে অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে ডাগ-আউটে বসার সিদ্ধান্ত নেন অধিনায়ক। তারপর ঘোর অনিশ্চয়তায় ঢেকে যায় তাঁর ক্রিকেট ভবিষ্যত্। তাই দীর্ঘ ১০ বছর পর রনজিতে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু বৃহস্পতিবারও তাঁকে ছন্দের ধারেকাছে পাওয়া গেল না। ১৯ বল খেলার পরও তরুণ পেসারের গতিতে পরাস্ত হলেন। তাঁর আউটের ধরন দেখে সোশ্যাল মিডিয়ায় একজন মজা করে লিখেছেন, ‘রোহিত বোধহয় তরুণদের সুযোগ করে দিতেই আগেভাগে এভাবে আউট হলেন।’ আর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা শ্রেয়সের সংগ্রহ ১১। মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাট থেকেও ১২ রানের বেশি আসেনি। তার জেরে প্রথম ইনিংসে ১২০ রানে অলআউট মুম্বই। জবাবে প্রথম দিনের শেষে জম্মু ও কাশ্মীরের সংগ্রহ ৭ উইকেটে ১৭৪।
অবশ্য সৌরাষ্ট্রের হয়ে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার।