মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
এলিট গ্রুপ সি’তে তৃতীয় স্থানে রয়েছে বাংলা (৫ ম্যাচে ১৪ পয়েন্ট)। পরের রাউন্ডে যেতে হলে শীর্ষে থাকা হরিয়ানাকে (৫ ম্যাচে ২০ পয়েন্ট) হারানো জরুরি। সেই লক্ষ্যে ঝাঁপিয়ে প্রথম দিনই উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরলেন বঙ্গ বোলাররা। উল্লেখ্য, কল্যাণীতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল হরিয়ানা। ওপেনিং জুটিতেই ওঠে ৮১ রান। ক্যাপ্টেন অঙ্কিত কুমার ৫৭ ও লক্ষ্য দালাল ২১ রান করেন। তবে দুই ওপেনার ফিরতেই চাপে পড়ে যায় তারা। এই পর্বে রীতিমতো বল হাতে আগুন ঝরান সুরজ। মুকেশ কুমার ও মহম্মদ কাইফও দু’টি করে উইকেট নিয়েছেন।