প্যারিস: দু’গোলে এগিয়ে থেকেও ২-৪ ব্যবধানে হার! বুধবার পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শেষ বাঁশি বাজার পর যেন কোনওকিছুই বুঝে উঠতে পারছিলেন না ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। চলতি চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২৫তম স্থানে রয়েছে সিটিজেনরা। পরিস্থিতি যা, পরবর্তী পর্বের টিকিট নিশ্চিত করতে গেলে ক্লাব ব্রাগের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিততেই হবে তাদের। তবে দলের একের পর এক হতশ্রী পারফরম্যান্সের নিরিখে সেই পথও কঠিন দেখাচ্ছে। বুধবার ম্যাচের পর কিছুটা আশঙ্কার সুরেই কোচ গুয়ার্দিওলা জানান, ‘এই হার মেনে নেওয়া কঠিন। প্রথম গোল হজমের পর ফুটবলারদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেই বোধটুকু তাদের জাগেনি। যোগ্য দল হিসেবেই জিতেছে পিএসজি। তবে এখনও সুযোগ রয়েছে। ক্লাব ব্রাগের বিরুদ্ধে জিততে পারলে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সুযোগ থাকবে। আর সেটা করতেও যদি ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে আমাদের নক-আউটে খেলার যোগ্যতাই নেই।’
চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ন’বার লিড নিয়েও জিততে পারেনি ম্যান সিটি। সেটা প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগে ফেয়েনুর্ডের বিরুদ্ধে লড়াই। প্রতিবারই রক্ষণের ভুলে ডুবতে হয়েছে তাদের।