মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
বুধবার পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি’র হয়ে জাল কাঁপান যথাক্রমে ওসমানে ডেম্বেলে, বার্ডলে বারকোলা, হোয়াও নেভেস ও গনসালো র্যামোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ম্যাচে ফেরে প্যারিসের ক্লাবটি। পরিবর্ত হিসেবে ডেম্বেলে-র্যামেসদের মাঠে নামিয়ে বাজিমাত এনরিকের। ম্যান সিটির দুই গোলদাতা জ্যাক গ্রেলিশ ও আর্লিং হালান্ড। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে উঠে এল পিএসজি। আর বুধবার হেরে লিগ টেবিলে ২৫ নম্বরে নামল ম্যান সিটি (৭ ম্যাচে ৮ পয়েন্ট)।
চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সালজবার্গকে ৫-১ গোলে উড়িয়ে দিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। সেই সুবাদে পরের রাউন্ডের টিকিট পাকা করল তারা। ম্যাচে জোড়া গোল যথাক্রমে ভিনিসিয়াস ও রডরিগোর। এছাড়া রিয়ালের হয়ে জাল কাঁপান কিলিয়ান এমবাপে। উল্লেখ্য, এদিন রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন ভিনিসিয়াস। সালজবার্গের হয়ে একমাত্র গোলটি ম্যাডস বিডসট্রাপের। এই জয়ের সুবাদে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৬ নম্বরে উঠে এল রিয়াল। গ্রুপের শেষ ম্যাচে ব্রেস্টকে হারালে প্রথম আটে শেষ করার সুযোগ থাকছে তাদের সামনে। ঘরের মাঠে ডিনামো জাগ্রেবকে হারিয়ে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল আর্সেনাল। বুধবার এমিরেটস স্টেডিয়ামে ৩-০ গোলে জিতল মিকেল আর্তেতা ব্রিগেড। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে ডেকলান রাইস, কাই হাভার্ট ও মার্টিন ওডেগার্ড। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থান ধরে রাখল গানাররা।
এদিকে, বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটাল ফেয়েনুর্ড। ঘরের মাঠে ৩-০ গোলে জিতল ডাচ ক্লাবটি। বুধবার জয় পেয়েছে মিলানের দুই ক্লাব। ঘরের মাঠে এসি মিলান ১-০ গোলে হারাল জিরোনাকে। আর অ্যাওয়ে ম্যাচে স্পার্টা প্রাহার বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল ইন্তার মিলান।