মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
এদিন টসে জিতে মুম্বইয়ের বিকেসি-র পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। সকলেরই নজর ছিল ওপেনিংয়ে নামা রোহিত ও যশস্বী জয়সওয়ালের দিকে। কিন্তু ব্যর্থতার চেনা ছবিই ফের একবার ধরা পড়ল। শুরুতেই মাত্র একটি ৪ মেরে এলবিডব্লিউ হন জয়সওয়াল। রোহিত ধীর স্থির শুরু করলেও কাজের কাজ হয়নি। ১৯ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
রোহিতের এই ১৯ বলের ইনিংসে তাঁকে মোটেই সাবলীল ভঙ্গিতে দেখা যায়নি। এমনকী নিজের পছন্দের পুল শট খেলতে গিয়েই আউট হন ভারতীয় দলের অধিনায়ক। জম্মু ও কাশ্মীরের উমর নাজিরের বলে পুল শট করতে গিয়ে আটকে যান তিনি। হাফ খেলা শটের জেরে বল ব্যাটের কানায় লেগে সোজা উপরে উঠে যায় ও সহজ ক্যাচ ধরেন পারস ডোগরা। প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বড় ইনিংস খেলতে পারছেন না ৩৭ বছরের রোহিত শর্মা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাঁর নিজের ব্যাটে রান না থাকা হারের অন্যতম কারণ বলেও তোপ দাগছেন সমালোচকরা। এমন পরিস্থিতিতে ফের রঞ্জিতে ব্যর্থ হওয়ায় আরও চাপ বাড়ল হিটম্যানের জন্য।