পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
উল্লেখ্য, ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে আসেন হালান্ড। সেই চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে তাঁকে ঘিরে রিয়াল মাদ্রিদ সহ বেশ কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নেয়নি ম্যান সিটি ম্যানেজমেন্ট। তাই আগেভাগে চুক্তি নবীকরণের পথে হেঁটেছে সিটিজেনরা। রেকর্ড সাড়ে ন’বছরের চুক্তি শুনে কোচ পেপ গুয়ার্দিওলাও শুরুতে বিশ্বাস করতে পারেননি। তাঁর কথায়, ‘স্পোর্টিং ডিরেক্টরের থেকে জানতে পেরে আমি পুনরায় জিজ্ঞাসা করি, সে ঠিক বলছে কিনা।’ এদিকে, ম্যান সিটির সঙ্গে সম্পর্ক আরও গভীর হওয়ায় খুশি হালান্ডও। তিনি বলেন, ‘ম্যাঞ্চেস্টার সিটিতে সময়টা দারুণ উপভোগ করছি। কোচ ও কর্তারা প্রতেকেই খুব সাহায্য করেন। ক্লাবকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত সিটিজেনদের হয়ে ১২৬ ম্যাচে ১১১টি গোল করেছেন হালান্ড।