পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
অস্ট্রেলিয়ান ওপেনে দশবারের চ্যাম্পিয়ন জকোভিচ। মেলবোর্ন পার্কে অনেক স্মরণীয় ম্যাচ রয়েছে তাঁর। তবে এদিনের জয়ের স্বাদ আলাদা। প্রথম সেটের পরেই শ্বাসকষ্ট অনুভব করেন জোকার। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় তাঁকে। দ্রুত সুস্থ হওয়ার জন্য ইনহেলারও ব্যবহার করেন। তারপর ফের নামেন কোর্টে। কিন্তু ছন্দ হারাননি একেবারেই। ২ ঘণ্টা ২২ মিনিটে ম্যাচ পকেটে পোরেন ৩৭ বছরের সার্বিয়ান। এই নিয়ে ১৭ বার এই প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন তিনি। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের মন্তব্য, ‘নিজের পারফরম্যান্সে খুশি। কারণ শারীরিকভাবে ফিট ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। তাছাড়া বয়সও হয়েছে। তাই স্ট্রেট সেটে জিতব ভাবিনি।’
অন্যদিকে, শুরুটা ভালো করেছিলেন আলকারাজ। তবে তৃতীয় সেটে ছন্দ হারান তিনি। অবশ্য চতুর্থ সেটের দখল নিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেন স্প্যানিশ তরুণ। পুরুষদের সিঙ্গলসে এছাড়াও জয় পেয়েছেন আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় বাছাই জার্মান তারকা ৬-৩, ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন সুইৎজারল্যান্ডের জ্যাকব ফার্নলেকে।
মহিলাদের সিঙ্গলসে জয়ের ধারা বজায় রাখলেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। ডেনমার্কের ক্লারা টাউসনকে ৭-৬ (৭-৫), ৬-৪ সেটে হারালেন তিনি। তৃতীয় বাছাই কোকো গফও স্ট্রেট সেটে জিতে পৌঁছেছেন চতুর্থ রাউন্ডে। তিনি ৬-৪, ৬-২ সেটে হারান লেইলা ফার্নান্ডেজকে।