নয়াদিল্লি: দিল্লির হয়ে রনজি ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামছেন ঋষভ পন্থ। কিন্তু বিরাট কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২৩ জানুয়ারি রাজকোটে হতে চলা ম্যাচের জন্য দিল্লির ২২জনের প্রাথমিক স্কোয়াডে তিনি অবশ্য রয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে তাঁর ঘাড়ে চোট লাগার খবর প্রকাশ্যে এসেছে শুক্রবার। ভিকে নাকি ডিডিসিএ’র শীর্ষকর্তাকে সমস্যার কথা জানিয়েছেন। জানা গিয়েছে, ডনের দেশে এই চোটের পরিচর্যা করতে হয়েছিল ফিজিওকে। এমনকী, ইনজেকশনও নেন তিনি। এই পরিস্থিতিতে কোহলির রনজি খেলার সম্ভাবনা কম। মনে করা হচ্ছিল যে, না খেললেও সতীর্থদের সঙ্গে ট্রেনিংয়ের জন্যই রাজকোটে যাবেন তিনি। এমনিতেই রান পাচ্ছেন না ভিকে। তুমুল সমালোচনার মধ্যেই রয়েছেন তিনি। ফর্মে ফিরতে অনুশীলনে নামা দরকার। কিন্তু এখন সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেউ কেউ মনে করছেন রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির পরের ম্যাচেও নামতে পারেন বিরাট। তবে ঘাড়ে চোটের খবর ফাঁস হওয়ায় সব সমীকরণই যাচ্ছে বদলে। কেউ কেউ মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে সমস্যা হবে না তো কোহলির!
রোহিত শর্মা অবশ্য জোরদার অনুশীলনের মধ্যেই রয়েছেন। রনজিতে মুম্বইকরের খেলার সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল। শুক্রবার এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাদা বলে ব্যাট করতে দেখা গেল রোহিতকে। ৩৭ বছর বয়সি অনায়াসে ফ্লিক, ড্রাইভ, তুলে তুলে শট, পুল মারলেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজিতে মুম্বইয়ের হয়ে রোহিতের খেলা নিয়ে যদিও সংশয় রয়েছে।