পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখানো রিয়ালকে ৩৭ মিনিটে এগিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। প্রতিআক্রমণে মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়ে জোরাল শটে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার (১-০)। এরপর ৪৮ মিনিটে ডিয়াজের ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র (২-০)। এই পর্বে মনে হচ্ছিল, হেসেখেলে জয় পাবে আনসেলোত্তির দল। তবে শেষ দশ মিনিটে ঝড় তুলে সমতায় ফেরে সেলতা ভিগো। ৮৩ মিনিটে কামাভিঙ্গার ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেলতা ভিগোর হয়ে এক গোল শোধ দেন জোনাথান বাম্বা (২-১)। এরপর সংযোজিত সময়ে রাউল আসেন্সিও বক্সে বাম্বাকে ফাউল করলে পেনাল্টি পায় সেলতা। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি মার্কোস অ্যালোন্সোর (২-২)। অগত্যা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই পর্বে রিয়ালের অহরহ আক্রমণে দিশাহারা দেখায় প্রতিপক্ষকে। ১০৮ মিনিটে বুলেট গতির শটে আনসেলোত্তি-ব্রিগেডকে এগিয়ে দেন এমবাপের পরিবর্তে নামা এনড্রিক (৩-২)। তার চার মিনিট পর বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান ৪-২ করেন ভালভার্দে। আর ১১৯ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুপার সাব এনড্রিক (৫-২)।
রিয়াল মাদ্রিদ-৫ : সেলতা ভিগো-২