পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
শুক্রবার গোয়া পৌঁছে সময় নষ্ট করেননি অস্কার। হালকা খাবার মুখে গুঁজে ছুটলেন বাম্বোলিমের মাঠে। ঘণ্টাখানেক অনুশীলনের মূলমন্ত্র একটাই-যে করে হোক পয়েন্ট চাই। হারের হ্যাটট্রিক এড়ানোই প্রধান লক্ষ্য। আসলে স্প্যানিশ কোচের হাতে সীমিত রসদ। দুর্ধর্ষ গোয়ার বিরুদ্ধে রক্ষণ পোক্ত না করলে দুর্ভোগ অপেক্ষা করে থাকবে। কিন্তু চোটের কারণে আনোয়ার আর হেক্টর নেই। কোনওরকমে জোড়াতাপ্পি দিয়ে ডিফেন্স সাজাতে হচ্ছে তাঁকে। তার উপর কার্ড সমস্যা মিটিয়ে গোয়া স্কোয়াডে ফিরবেন বোরহা। যুবভারতীতে কুয়াদ্রাত ব্রিগেডকে তছনছ করে হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ ফুটবলার। মাঝমাঠে তাঁকে থামাতে না পারলে মুশকিল। কিন্তু ব্রুজোঁর নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। ডাবিতে লাল কার্ড দেখায় শৌভিক নেই। ডিফেন্সিভ স্ক্রিনে সবেধন নীলমণি জিকসন সিং। তাই সাদিকু, ব্রাইসন, উদান্তাদের সাপ্লাই লাইন কাটা সত্যিই অ্যাসিড টেস্ট। অগোছালো ইস্ট বেঙ্গলকে ধাক্কা দিতে চায় গোয়া। অন্যদিকে ঝাঁকুনি সামলে প্রতি-আক্রমণই অস্কারের স্ট্র্যাটেজি। গতিতে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে উইং হাফদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। কেরালাইট বিষ্ণু ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। তবে গোয়ার বিরুদ্ধে হয়তো রাইট উইং-হাফে খেলানো হতে পারে তাঁকে।
বাঁ দিকে রিচার্ড সেলিসকে নামিয়ে চমকে দিতে চাইছেন অস্কার। ভেনেজুয়েলার বিদেশি এখনও পরীক্ষিত নন। প্র্যাকটিস সেশানেও গুটিয়ে রয়েছেন তিনি। তবে ম্যাচ সিচুয়েশন একেবারেই আলাদা। সেলিস কি পারবেন দলকে চাঙ্গা করতে? কঠিন সময়ে তাঁর দিকে তাকিয়ে লাল-হলুদ সমর্থকরা।