পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
এদিকে, পরের টেস্ট সিরিজ নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল বিসিসিআই। আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচটি টেস্ট। তার আগে তিনটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটাররা। প্রতিপক্ষ সম্ভবত ইংল্যান্ড লায়ন্স। তবে কোথায় এবং কবে ম্যাচগুলি হবে, তা ঠিক হয়নি। ২৫ মে আইপিএল ফাইনাল। লিডসে ২০ জুন শুরু প্রথম টেস্ট। অর্থাৎ ২৫ দিন সময় থাকবে হাতে। তার মধ্যে ইংলিশ কন্ডিশনের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চায় বিসিসিআই। ইংল্যান্ডে ডিউক বলে সুইং হয় অনেক বেশি। তার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় উপমহাদেশের ব্যাটসম্যানদের। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন। অনেকের কাছেই এটা হতে পারে প্রথম ইংল্যান্ড সফর। তাই সেদেশে বেশি সংখ্যক প্রস্তুতি ম্যাচ খেলার উপর জোর দেওয়া হচ্ছে।