পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
অন্যদিকে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন জ্যাক সিনারের। ইতালির তারকা দ্বিতীয় রাউন্ডে হারান অস্ট্রেলিয়ার ট্রিস্টান স্কুলকেটকে। ম্যাচের ফল ৪-৬, ৬-৪, ৬-১ , ৬-৩। ঘরের মাঠে প্রবল দর্শক সমর্থন কাজে লাগিয়ে শুরুতে বেশ ঝাঁকুনি দেয় ট্রিস্টান। তবে ম্যাচ গড়ানোর সঙ্গেই স্পষ্ট হয় অভিজ্ঞতার অভাব। পাশাপাশি সহজ জয় পান আলেক্স ডি’মিনাউর। অস্ট্রেলিয়ার ট্রিস্টান বোয়ারকে ৬-২, ৬-৪, ৬-৩ সেটে হারান তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে ইগা সুইয়াটেক। বৃহস্পতিবার রড লেভার এরিনায় মহিলা বিভাগে সহজ জয় ছিনিয়ে নেন বিশ্বর দু’নম্বর সুইয়াটেক। স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে উড়িয়ে দেন তিনি। ম্যাচের ফল ৬-০, ৬-২। এবার সুইয়াটেকের প্রতিদ্বন্দ্বী এমা রাদুকানু। উল্লেখ্য, ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানু নতুন বছরে বেশ ভালো ফর্মে রয়েছেন।
এদিকে, শুক্রবার পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে নামছেন স্পেনের কার্লোস আলকারাজ। তাঁর প্রতিপক্ষ পর্তুগালের নুনো বর্জেস। এছাড়া জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি জেকব ফের্নলে। অন্যদিকে, কিংবদন্তি জোকোভিচের সামনে চেক প্রজাতন্ত্রের থমাস ম্যাকহাচ। গত বছর অক্টোবরে র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে ছিলেন তিনি।