পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
ছেলেদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম গেমে পিছিয়ে পড়েও জাপানের কেনিয়া মিত্সুহাশি-হিরকি ওকামুরা জুটিকে বশ মানিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ২০-২২, ২১-১৪, ২১-১৬। জয়ের পর চিরাগ বলেন, ‘কেনিয়া-হিরকি ভালোই বেগ দিয়েছে। আসলে প্রথম গেমে আমরা অনেক ভুল করেছিলাম। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় খুশি। পরের ম্যাচেও ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর।’ উল্লেখ্য, ছেলেদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে পৌঁছছেন প্যারিস ওলিম্পিকসে সোনা জয়ী ভিক্টর অ্যাক্সেলসেনও। সিঙ্গাপুরের জিয়া হেং জেসনকে ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়েছেন ডেনমার্কের তারকা।