পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
বৃহস্পতিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ট্রেনিং করে বাসে জামশেদপুর পৌঁছান মোহন বাগান ফুটবলাররা। ঘরের মাঠে খালিদ জামিল ব্রিগেডকে ৩ গোলে দুরমুশ করেছিলেন ম্যাকলারেনরা। তবে অ্যাওয়ে ম্যাচ কঠিন হবে বলেই মত কোচ মোলিনার। প্রতিপক্ষ সম্পর্কে তাঁর বিশ্লেষণ, ‘চলতি মরশুমে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জামশেদপুর। চেন্নাইয়ানের কাছে পাঁচ গোল হজম ছাড়া সব ম্যাচই জিতেছে তারা। তাই ওদের হারাতে হলে আরও ভালো ফুটবল খেলতে হবে। বিশেষত প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে নিখুঁত হওয়া প্রয়োজন। ডার্বি জয় এখন অতীত। ছন্দ ধরে রেখে আরও এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
চোট সারিয়ে শুরু থেকে মাঠে নামতে তৈরি গ্রেগ স্টুয়ার্ট। পাশাপাশি দিমিত্রিও ক্রমশ ছন্দে ফিরছেন। জামশেদপুরের বিরুদ্ধে এই দুই ফুটবলারকে আরও বেশি ম্যাচ টাইম দেওয়ার পরিকল্পনা রয়েছে বাগান কোচের। তবে চোটের কারণে এই ম্যাচেও নেই অনিরুদ্ধ থাপা। বৃহস্পতিবারের প্র্যাকটিসে মূলত পাসিং ফুটবল আর উইং প্লে’র উপর জোর দেন মোলিনা। ডার্বিতে একের পর এক সুযোগ পেয়েও তা নষ্ট করেছেন লিস্টন। সতীর্থদের পাস বাড়ানোর চেয়ে নিজে গোল করার নেশায় ক্রমশ আসক্ত হয়ে পড়ছেন তিনি। কোচ মোলিনার নোটবুকেও বিষয়টি জায়গা করে নিয়েছে। গোয়ার ফুটবলারটির সঙ্গে আলাদাভাবে কথাও বলেছেন তিনি। এখন দেখার ভুল থেকে লিস্টন শিক্ষা নিতে পারেন কিনা।
অন্যদিকে, আইএসএলে শেষ তিনটি সাক্ষাতে মোহন বাগানকে হারাতে ব্যর্থ জামশেদপুর। তবে সেই রেকর্ড মাথায় রাখছেন না খালিদ জামিল। বরং নিজের দল নিয়েই অনেক বেশি মনঃসংযোগ করছেন তিনি। তাঁর কথায়, ‘মোহন বাগান লিগের অন্যতম শক্তিশালী দল। ডার্বি জয়ের সুবাদে ওদের আত্মবিশ্বাস আরও বাড়বে। তাই আমার মাথায় বিশেষ পরিকল্পনা রয়েছে। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনঃসংযোগ করতে চাই। এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে। সেগুলোকে শুধরে নিতে হবে।’
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
-সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।