পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
অনেকদিন পর আইএসএলের ডার্বি কলকাতার বাইরে। স্বাভাবিকভাবেই হতাশ মোহন বাগান অধিনায়ক শুভাশিস বসু। তাঁর মন্তব্য, ‘এই ম্যাচের সঙ্গে আবেগ জড়িয়ে। তাই কলকাতার মাটিতে খেলার মজাই আলাদা। রাজ্যের বাইরে বড় ম্যাচ অবশ্যই কিছুটা ফিকে।’ সবুজ-মেরুনের লেফট উইং ব্যাকের সঙ্গে একমত লিস্টন কোলাসো। গত মরশুমের শেষ ডার্বিতে গোল পেয়েছিলেন তিনি। এবারও দুরন্ত ছন্দ সঙ্গী তাঁর। চলতি মরশুমে চোখ ধাঁধানো গোল রয়েছে লিস্টনের ঝুলিতে। গুয়াহাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীর জাল কাঁপাতে মরিয়া লিস্টন। গাড়িতে চাবি ঘুরিয়ে মুচকি হেসে জানালেন, ‘ইস্ট বেঙ্গল-মুম্বই ম্যাচ দেখেছি। চিন্তা নেই, গোল করে দলকে জিতিয়েই কলকাতায় ফিরব।’ অস্কার ব্রুজোঁ-ব্রিগেডের শেষ ম্যাচ দেখেছেন আলবার্তো রডরিগেজও। তবে লাল-হলুদ রক্ষণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু বললেন, ‘অমি নিজেদের ডিফেন্স নিয়ে ভাবছি। চেষ্টা করব দুর্গ অটুট রাখার।’
বুধবারের অনুশীলনে দিমিত্রিকে বেশ চনমনে দেখাল। দলের সঙ্গে গা ঘামালেন তিনি। বাঁ পায়ে বেশ কয়েকটি বিষাক্ত ক্রসও বাড়ালেন কামিংস, ম্যাকলারেনের উদ্দেশ্যে। তবে গ্রেগের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেখেই মনে হচ্ছে, বড় মঞ্চের জন্য তৈরি তিনি। তবে প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন স্প্যানিশ কোচ।