অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
আইসিসি-র নয়া সিদ্ধান্তের জেরে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে হচ্ছে না ভারতকে। তবে তার বদলিতে পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত ভারতের মাটিতে কোনও আইসিসি ম্যাচ খেলবে না। এরফলে ২০২৫ মহিলা বিশ্বকাপ, পুরুষ টি-২০ বিশ্বকাপ ও ২০২৮ সালের মহিলা টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলেই। অর্থাৎ ভারত ও পাকিস্তানের জন্য থাকবে নিরপেক্ষ ভেন্যু।
উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ। ভারত ও পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা এই টুর্নামেন্ট খেলবে। তবে পাকিস্তানের মাটিতে খেলতে হবে না ভারতকে।