অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
মঙ্গলবার ভিনিসিয়াসের হাতে ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। তারপরই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘জানি না, কোথা থেকে শুরু করব। এই স্থানে পৌঁছতে পারব বলে ভাবিনি। ব্রাজিলের ফুটপাতে খালি পায়ে ফুটবল খেলেছি। চাইলে খুব সহজেই অপরাধের অন্ধকার জগতে হারিয়ে যেতে পারতাম। তবে একাধিক প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে বাঁচিয়ে রাখি। চেয়েছিলাম এমন কিছু করে দেখাতে, যা আমার মতো আরও অনেকের অনুপ্রেরণা হতে পারে।’ এদিন ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ের পরই ইনস্টাগ্রাম পোস্টে ব্যালন ডি’ওর ভোটাদাতাদের একহাত নেন তিনি।
বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন কার্লো আনসেলোত্তি। তবে নিজের সাফল্যের চেয়েও ভিনিসিয়াসের হাতে ট্রফি উঠতে দেখে আপ্লুত রিয়াল কোচ। তাঁর মন্তব্য, ‘গত কয়েক বছর ভিনি ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছে। এই সাফল্য অবশ্যই আগামী দিনে ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে।’ ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হন আইতানা বোনমাতি। সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর সেরা গোলের (পুসকাস অ্যাওয়ার্ড) পুরস্কার জেতেন আলেজান্দ্রো গারনাচো।