অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
গত ম্যাচে কেরলের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্টের অভাব বোঝা গিয়েছে। তবে দলের অদম্য জয়ের খিদে ঢেকে দিয়েছে সেই খামতি। তাই পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘরের মাঠে জিতেছে পালতোলা নৌকা। আশিক কুরুনিয়ান মাঠে নামার পর অল-আউট অ্যাটাকে ওঠে মোলিনা-ব্রিগেড। ফলও মেলে হাতেনাতে। এই পর্বে খেলা দেখে মনে হয়েছে, ঘরের মাঠে কিছুতেই হারের স্বাদ চাখতে নারাজ সবুজ-মেরুন ফুটবলাররা। অ্যাওয়ে ম্যাচে গোয়ার বিরুদ্ধেও আলবার্তো-কামিংসদের হার না মানা মানসিকতাই মোহন বাগান কোচের মূলধন। সূত্রের খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে নারাজ মোলিনা। তবে মাঝমাঠে সাহালের পরিবর্তে অনিরুদ্ধ থাপাকে প্রথম একাদশে আনার চিন্তাভাবনা রয়েছে তাঁর। চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার গোয়ার মাটিতে অনুশীলনের পরেই নেবেন মোলিনা।
ঘরের মাঠে গোয়া কঠিন প্রতিপক্ষ। শেষ পাঁচ ম্যাচে চারটিতে জিতেছে তারা। ড্র একটিতে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মানোলো মার্কুয়েজ ব্রিগেড। চোট সারিয়ে সন্দেশ ঝিংগান দলে ফেরায় রক্ষণও আগের থেকে মজবুত। তবু বিচলিত নন সবুজ-মেরুন কোচ। আক্রমণাত্মক ফুটবল খেলেই তিন পয়েন্টে নজর তাঁর। গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হলেও নিজের ফুটবল দর্শন থেকে সরবেন না মোলিনা। দুই উইং থেকে আক্রমণ শানিয়ে শুক্রবার শুরুতে লিড নিতে পারলে বিপক্ষ চাপে পড়তে বাধ্য।