অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন। তবে আমি মনে করি একজন ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার রয়েছে। তাই ক্লাব পর্যায়ের ক্রিকেট আমি খেলব। রোহিত এবং অন্যান্য সতীর্থদের আমি ভীষণ ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক স্মৃতিও তৈরি করেছি। আমি বিসিসিআই, আমার সতীর্থ এবং সমস্ত কোচদের ধন্যবাদ জানাতে চাই।”
দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন আশ্বিন। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পরেই রয়েছে তাঁর নাম। এক ইনিংসে তিনি ৩৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৩৪৭৪ রান। তাঁর ঝুলিতে রয়েছে ৬টি শতরান এবং ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেটের মালিক কিংবদন্তি এই স্পিনার। তবে সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দল থেকে দূরেই ছিলেন অশ্বিন। কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন ভারতীয় দলের নিয়মিত সদস্য। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকেই টেস্টে সেভাবে দাগ কাটতে পারছিলেন না ৩৮ বছর বয়সী এই স্পিনার। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও একমাত্র অ্যাডিলেড ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা করতে পারেননি অশ্বিন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তারকা এই স্পিনার।