অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
অ্যাডিলেডের পর ব্রিসবেনেও চরম হতাশ করেছেন রোহিত, বিরাট। প্রথম ইনিংসে এই দুই তারকার সঙ্গে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থের স্কোর মেলালে দাঁড়ায় ২৭। পাঁচ মহারথীর সম্মিলিত রানটাই এগার নম্বরে নেমে করলেন আকাশ, যা ভারতের মানরক্ষার পাশাপাশি হার বাঁচানোর আশাও জাগিয়ে তুলল। কোহলির ব্যাট হাতে নিয়ে ক্রিজে গিয়েছিলেন তিনি। ফলো-অন বাঁচানোর এক বল পরেই কামিন্সকে যেভাবে বিশাল ছক্কা হাঁকালেন আকাশ, তাতে ‘বিরাট’ আত্মবিশ্বাসই প্রতিফলিত। ড্রেসিং-রুমে কোহলিকে দেখা গেল মুগ্ধ বিস্ময়ে উড়ন্ত বলের দিকে তাকিয়ে থাকতে। কে বলতে পারে আকাশ-বুমরাহর লড়াইটাই সিরিজের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে না!
প্রশংসা প্রাপ্য লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারও। মঙ্গলবার সকালে রোহিত আরও একবার কামিন্সের বাইরের বলে খোঁচা দিয়ে ফেরার পর এই দু’জনই টানলেন ইনিংসকে। দিনের প্রথম বলে ভাগ্যের সহায়তায় জীবন পাওয়া রাহুলকে দেখাচ্ছিল জমাট। কিন্তু পারথের দ্বিতীয় ইনিংসের মতো এদিনও নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। লোকেশের সঙ্গে কাঁধ মিলিয়ে জাড্ডুও ভরসা জোগালেন। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা এমন প্রত্যয়ের সঙ্গে ব্যাট করলেন যে, বোঝাই যাচ্ছিল না এই ক্রিজে মহাতারকারা প্রতিনিয়ত ল্যাজে-গোবরে হচ্ছেন। জাড্ডু ফেরার সময়ও ফলো-অন এড়াতে বাকি ছিল ৩৩ রান। গাব্বা জুড়ে তখন পিন-পতনের নিস্তব্ধতা। স্নায়ুর চাপ সামলে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে বুমরাহ-আকাশই আনলেন স্বস্তি।
ভরসা জুগিয়ে যাচ্ছে বৃষ্টিও। প্রকৃতির অপার করুণা কাজে লাগিয়ে এখনও ম্যাচে টিকে রয়েছে টিম ইন্ডিয়া। এই টেস্টে চার দিনে খেলা হয়েছে মাত্র ১৯২ ওভার। তার মধ্যে এদিন হয়েছে মোটে ৫৮ ওভার। বুধবার পঞ্চম দিনেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর সেটাও বজ্র-বিদ্যুৎসহযোগে। বৃষ্টির পরিমাণ ২ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফলে পুরো ৯৮ ওভার খেলা হওয়ার প্রশ্নই নেই। অস্ট্রেলিয়া অবশ্য জেতার তাগিদে দ্রুত ব্যাট চালিয়ে তিনশো রানের টার্গেট ছুড়ে দিতে পারে। কিন্তু জশ হ্যাজলউড ফের চোট পেয়ে ছিটকে যাওয়ায় কামিন্স-স্টার্কের ওয়ার্কলোড বাড়বে। তাই অজিদের পক্ষে বেপরোয়া ঝুঁকি নেওয়াটাও চাপের।
স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৪৫। ভারত প্রথম ইনিংস (৫১-৪ এর পর)- রাহুল ক স্মিথ বো লিয়ঁ ৮৪, রোহিত ক কেরি বো কামিন্স ১০, জাদেজা ক মার্শ বো কামিন্স ৭৭, নীতীশ বো কামিন্স ১৬, সিরাজ ক কেরি বো স্টার্ক ১, বুমরাহ ব্যাটিং ১০, আকাশ ব্যাটিং ২৭, অতিরিক্ত ১০, মোট (৭৪.৫ ওভারে) ২৫২-৯। উইকেট পতন: ৫-৭৪, ৬-১৪১, ৭-১৯৪, ৮-২০১, ৯-২১৩। বোলিং: স্টার্ক ২৪-৩-৮৩-৩, হ্যাজলউড ৬-২-২২-১, কামিন্স ২০.৫-২-৮০-৪, লিয়ঁ ২১-০-৫৪-১, হেড ১-০-১-০, মার্শ ২-০-৬-০।