মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
ক্লাবের সভাপতি আপাল মাইতি, সহ সভাপতি সেখ নাসিম আলি বলেন, শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির হবে। ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে এই শিবির হবে। শতাধিক দাতা রক্ত দেবেন। ক্লাব সম্পাদক জানান, তিনদিন ধরে এই আয়োজনে অনেকেই সাহায্য করছেন। এবারও ফুটবল টুর্নামেন্টগুলিতে দর্শকদের ভিড় উপচে পড়বে বলে আমরা আশা করছি। ক্লাবের সহ সম্পাদক রাজীব ঘোষ বলেন, শুক্রবার রক্তদানের পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র দেওয়া হবে।
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, আগামী রবিবার, ২৬ জানুয়ারি খানাকুল মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পরের দিন পুরুষদের ফুটবল টুর্নামেন্ট হবে। পৃথক টুর্নামেন্টগুলিতে চারটি করে দল অংশ নেবে। আরামবাগ সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া প্রভৃতি এলাকা থেকে টিমগুলি খেলতে নামবে।
টুর্নামেন্টের প্রত্যেক খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। এছাড়া ফাইনালে আর্থিক পুরস্কার সহ স্মারক, খেলার নানা সরঞ্জাম উপহার হিসেবে দেবে আয়োজকরা। এছাড়া বেস্ট গোলকিপার, সেরা ডিফেন্ডার, প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। ক্লাবের কোষাধ্যক্ষ শেখ মিসকাউল রহমান ওরফে মুকু বলেন, আমাদের ক্লাবে প্রায় ১১০ জন সদস্য রয়েছেন। খানাকুল-১ এর পাশাপাশি পশের এলাকার বাসিন্দারাও সদস্য রয়েছেন। তাঁরা প্রত্যেকেই সহযোগিতা করছেন। ক্লাব কর্তারা বলেন, মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা সেবামূলক কাজকর্ম করা হয়। এবার টুর্নামেন্টে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার সানা আহমেদ সহ অন্যান্য জন প্রতিনিধিরা আসবেন।