মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
সকাল সাড়ে ১০টা নাগাদ শেরপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কে ওই গ্রামের কাছে পুলিস ও বিধায়ক হঠাৎই এই কর্মসূচি শুরু করেন। প্রায় একঘণ্টা এই কর্মসূচি চলে। এদিন শতাধিক হেলমেটহীন বাইক চালকের হাতে গোলাপ দিয়ে মিষ্টিমুখ করানো হয়। হেলমেটহীন বাইক চালকের দলে ছিলেন বিভিন্ন বয়সের ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী। প্রথমে পুলিস ওই হেলমেটহীন বাইক চালকদের আটকায়। এরপর তাঁদের গায়ে মাথায় হাত বুলিয়ে হাতে গোলাপ ধরায়। পরে তাঁদের মিষ্টিমুখও করানো হয়। তাতে বাইক আরোহীরা কিছুটা হলেও লজ্জায় পড়ে যান। খড়গ্রামের বিধায়ক আশিসবাবু বলেন, এদিন আমরা পুলিসকে সঙ্গে নিয়ে এভাবেই নেতাজির জন্মদিন পালন করেছি। এরকম বিশেষ এক দিনে বাইক চালকদের সর্তক করতে পেরে আমরা সকলেই গর্বিত। খড়গ্রাম থানার এক অফিসার বলেন, সম্প্রতি এই এলাকায় বাইক দুর্ঘটনা লেগেই রয়েছে। বারবার সতর্ক করেও কিছু করা যাচ্ছে না। তাই আমরা ভালোবেসে বাইক চালকদের সমস্যা বোঝানোর চেষ্টা চালিয়েছি।