সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লক ২৫তম লোকসংস্কৃতি ও কৃষি, হস্তশিল্প, প্রাণিসম্পদ ও আদিবাসী মেলার পঞ্চম দিন বৃহস্পতিবার ভিড় উপচে পড়ল। এদিন কবিতা ও আদিবাসী দিবস পালন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শোর বেশি কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন। কবিদের হাতে উৎসব স্মারক তুলে দেওয়া হয়। কবিদের জন্য ছিল পিঠেপুলির আয়োজন। এছাড়াও শ্রীরামপুর যুব সঙ্ঘের মাঠে আদিবাসী দিবসে ক্রীড়া ও আদিবাসী সাংস্কৃতির প্রতিযোগিতায় বহু মানুষ অংশ নেন। তির ছোড়া, নৃত্য, আদিবাসী সংস্কৃতি সহ বিস্কুট দৌড়, চামচদৌড় সহ নানা খেলা হয়। পুরস্কার হিসেবে ছিল বকনা বাছুর, ছাগল সহ আরও নানা সামগ্রী। বিভিন্ন আদিবাসী সংস্কৃতি দল তাদের নৃত্য প্রদর্শন করে। উপস্থিত ছিলেন মেলার প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ, জাতীয় শিক্ষক পুরস্কার পাওয়া দেবাশিস নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ প্রমুখ।
আদিবাসীদের অংশগ্রহণে আপ্লুত মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, আদিবাসীদের প্রকৃত সম্মান ও মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় জোহার প্রকল্প থেকে জাহের থান নির্মাণ সহ আদিবাসীদের জন্য শিক্ষা, স্বনির্ভরতা সহ নানা সুযোগ সুবিধা ঘোষণা করেছেন। আদিবাসীদের ভূমি রক্ষায় উদ্যোগ নিয়েছেন। ব্লকে ব্লকে আদিবাসী সংস্কৃতি চর্চার প্রসারে কমিউনিটি হল তৈরি হচ্ছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় পানীয় জল থেকে রাস্তা সহ নানা সরকারি উন্নয়ন পৌঁছে গিয়েছে। এজন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।-নিজস্ব চিত্র