পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
আশাকর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মুজিদা পারভিন বলেন, এমআর ভ্যাকসিন, বাংলার বাড়ি প্রকল্পের কাজ করে আমরা ঠিকমতো টাকা পাইনি। এমনকী, বাংলার বাড়ি প্রকল্পে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমাদের উপর চড়াও হয়েছে। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার অ্যাডাল্ট বিসিজি প্রকল্পে কাজ করার আগে আমরা প্রশাসনের কাছে সরকারি জিও চাইছি। সেই জিও পেলে তবেই আমরা এই প্রকল্পের কাজে যোগ দেব।