পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
এদিন বিকালে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ন’টি জেলার শিল্পীদের নিয়ে মেলার সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন ডব্লিউবিএসআরএলএমের সিইও কুহুক ভুষণ। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নমবলম এস, সভাধিপতি বিশ্বনাথ বাউরি। পঞ্চায়েত মন্ত্রী আনন্দধারার সাফল্য তুলে ধরেন মঞ্চ থেকেই। কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, অনেকে এখন লাখপতি দিদির কথা বলছে। আমাদের রাজ্যে স্বনির্ভর দলের গোষ্ঠী করে ৩০ জন মহিলা কোটিপতি হয়েছেন। এটাই বাংলার সাফল্য। মন্ত্রী বলেন,আমাদের স্বনির্ভর দলের ১১ লক্ষ গোষ্ঠীর মহিলা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন এবং সময়মতো ঋণ পরিশোধ করেছেন। এনপিএ মাত্র ১.৪ শতাংশ। এইসাফল্য থেকে স্পষ্ট বাণিজ্যে বাংলার মহিলারা কতটা সফল। প্রদীপবাবু জানান, কলকাতা সরস মেলাতে ৩২ কোটি টাকা সামগ্রী বিক্রি হয়েছে। ২৩ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। খ্যাতনামা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
উদ্বোধনে খাদানের নায়িকা ইদিকা পাল মঞ্চে উঠতেই মানুষের মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা যায়। এডিডিএ চেয়ারম্যান কবি দত্তের গাওয়া কিশোরী গানের সঙ্গে ইধিকার নাচ মানুষ মোবাইল বন্দি করেন।
শুধু তো কুটির শিল্পের সামগ্রীর স্টলই নয়, ৩২টি খাবারের স্টল রয়েছে সৃষ্টিশ্রী মেলায়। খাদান দেখতে মানুষের ঢল নামে। ইসিএলের খোট্টাডিহি কোলিয়ারি কর্তৃপক্ষ কনভেয়ার বেল্ট সহ সিএইচপি মেশিন হাজির করেছেন মেলায়। কীভাবে কয়লা কনভেয়ার বেল্টের মাধ্যমে পরিবহণ করা হয় তা দেখানো হচ্ছে সেখানে। খনি থেকে ট্রলির মাধ্যমে কীভাবে কয়লা আসে তা দেখানো হয়েছে কৃত্রিম খাদান স্টলে। সেখানেই নিজেদের হাতে তৈরি সামগ্রী সাজিয়ে বসেছেন ডলি বিবি, হামিদা বেগমরা। তাঁরা বলেন, আনন্দধারা প্রকল্প আমাদের জীবন পাল্টে দিয়েছে। পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বলেন, ব্লকে ১ হাজার ৪৫৯টি স্বনির্ভর দল রয়েছে। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত তারা ক্যাশ ক্রেডিট লোন নিয়েছে ২৩.৬৬ কোটি টাকার। দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, পানীয় জল সহ মেলায় প্রয়োজনীয় সবরকম পরিষেবা দেবে দুর্গাপুর পুরসভা। এসবিএসটিসির চেয়ারময়ান সুভাষ মণ্ডল জানিয়েছেন, মেলায় যাতায়াতের জন্য সরকারি বাস চালু করা হচ্ছে।