পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
এদিকে, তৃণমূল অবশ্য অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যের পাশে নেই। সালানপুরের তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ আরমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। সরকারি কাজে শাসকদল হস্তক্ষেপ করে না। আইন আইনের পথেই চলবে।’ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি বাবন মণ্ডল বলেন, ‘তপন তেওয়ারির ভাই আগে পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তাঁর আমলে তাঁর স্ত্রী, শালার নামেও পাট্টা দিয়েছিলেন। এলাকায় নিজেদের প্রভাব খাটিয়ে সব সরকারি জমি দখলে রেখেছেন ওঁরা।’
ব্লক জুড়েই পুকুর ভরাট, সরকারি জমি দখল করার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। মঙ্গলবারই রূপনারায়পুর পঞ্চায়েতের ধামিনবেড়িয়ায় খাস জমি দখলদারদের নোটিস করেছে প্রশাসন। তালবেড়িয়া মৌজায় পুকুর ভরাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রূপনারায়ণপুর ঢোকার আগেই বনদপ্তরের রেঞ্জ অফিসের উল্টো দিকে জলাজমি ভরাট করার জন্য ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে ভূমি রাজস্ব দপ্তর। বিনা অনুমতিতে গাছ কাটার জন্য দপ্তর পৃথক জরিমানা করেছে বলেও জানা গিয়েছে। অভিযোগ প্রসঙ্গে তপন তেওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেন তাঁর ছেলে পল্লব তেওয়ারি। তিনি বলেন, ‘বাবা অসুস্থ কিছু কথা বলার থাকলে এলাকায় আসুন।’ আছড়ায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের কাজে বাধা।-নিজস্ব চিত্র