পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
পূর্বস্থলী-২ ব্লকে ২৫-৩০টি তাঁত সমবায় বন্ধ হয়ে গিয়েছে। কোনওটিতে এখন চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সুলুন্টুতে নব্বইয়ের দশকে গড়ে উঠেছিল দেশবন্ধু পাওয়ারলুম। সেখানে তখন ১৫জন সদস্য ছিলেন। এখন তা বন্ধ। বিশাল জায়গাজুড়ে থাকা সমবায়ের ভবনগুলি পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
সেই সময়ে এই সমবায়ের দায়িত্বে থাকা ঘনশ্যাম ভৌমিক বলেন, আগে কয়েক কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছিল। এখন ওই সমবায় প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে। কেন বন্ধ হল, জানি না। তবে এখন আবার চালু করলে বহু মানুষের কর্মসংস্থান হবে। পূর্বস্থলী নবপল্লির সমবায় আরও বড় জায়গাজুড়ে রয়েছে। সেটা ১৯৮২ সালে তৈরি হয়েছিল। ছাপা শাড়ির জন্য আলাদা কারখানা গড়ে উঠেছিল। এখন রাত হলেই ওই সমবায় দুষ্কৃতীদের দখলে চলে যায়। কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে।
পূর্বস্থলীর কলুপাড়াতেও বন্ধ হয়ে পড়ে রয়েছে তন্তুশ্রী সমবায়। সেটিও ৩৩বছর আগে বাম আমলেই বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা মায়ারানি ক্ষেত্রপাল বলেন, আগে বহু তাঁতি এখানে কাজ করে সংসার চালাতেন। সেই সময়ের কর্মকর্তাদের একাংশের জন্যই সমবায় বন্ধ হয়ে গিয়েছে। সরকার থেকে সমবায়ে টাকা দিয়েছিল। কিন্তু তা কিছু লোকের পকেটে চলে গিয়েছে।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বাম আমলেই বহু সমবায়ে তালা পড়েছে। আমাদের সরকার সেগুলি ফের চালুর চেষ্টা করছে। বর্তমানে যেসব সমবায় রয়েছে তাঁদের কোটি টাকা ঋণ মকুব করে তাঁতিদের পাশে দাঁড়িয়েছে সরকার।-নিজস্ব চিত্র