পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, স্কুল ভ্যানটি প্রতিদিনের মতোই পড়ুয়াদের নিয়ে স্কুলের দিকেই যাচ্ছিল। কিন্তু বিষ্ণুপুর রাজ্য সড়কে কামার পুকুরের কাছে আসতেই বিপত্তি। উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুল ভ্যানটির। দুর্ঘটনার জেরে তার সামনের অংশ কার্যত চিঁড়-চ্যাপ্টা হয়ে যায়। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগায়। ভ্যান থেকে উদ্ধার করে আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিস জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত স্কুল ভ্যানটিতে স্কুলের প্রিন্সিপাল, চালক-সহ মোট ৮জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় স্কুলের প্রিন্সিপাল রুমা বিশ্বাসকে (৩০) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাঁর মৃত্যু ঘটে। মৃতের বাড়ি জয়পুরের জুজুর গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুল ভ্যানের চালকও। অন্যদিকে, পড়ুয়াদের কোনও প্রাণহানির আশঙ্কা নেই। দু’জন পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।