পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ... বিশদ
স্থানীয়দের অভিযোগ, ডিভিসি নিজেদের মুনাফার জন্য মহেশ নদী এলাকায় প্লান্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এমনকী এর জন্য ওই এলাকার বেশ কিছু গাছও কাটা হয়ছে। তাঁদের আরও অভিযোগ, মহেশ নদীতে সোলার প্ল্যান্ট তৈরি হলে এলাকার পাঁচ থেকে ছ’হাজার মানুষ রুজি রুটি হারাবে। কারণ, এই নদীতে মাছ ধরেই তাঁরা জীবিকা নির্বাহ করেন।
তাঁরা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সেতু তৈরির আবেদন তাঁরা করেছেন। কিন্তু তা এখনও নির্মাণ করা হয়নি। ফলে এখনও মানুষকে নৌকার মাধ্যমে নদী পারাপার করতে হয়। সোলার প্লান্ট তৈরি হলে নৌকা চলাচল বন্ধ হয়ে যাবে। ওই ব্লকের একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে ।
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বও এর প্রতিবাদ করেছে। তবে এখনও পর্যন্ত ডিভিসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।