মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, কোচবিহার শহর ও শহর লাগোয়া এলাকাগুলি থেকে ছিনতাইয়ের খবর পাওয়া যাচ্ছিল। দু’দিন আগে এক যুবককে গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। এদিন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাজ থেকে দু’টি পিস্তল মিলেছে। যেগুলি আপাতদৃষ্টিতে নকল বলেই মনে হচ্ছে। পিস্তলগুলি আর্মস এক্সপার্টদের কাছে পরীক্ষার জন্য পাঠানো হবে।
কোচবিহার শহরের বাঁধের পার এলাকায় মাদক লেনদেন ও বিক্রির চক্র রয়েছে। অনেক যুবক নেশার ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে। টাকা জোগাড় করতে গিয়ে চুরি ছিনতায়ের মতো ঘটনা অহরহ ঘটছে। তা ঠেকাতে পুলিস উদ্যোগ নিলেও একাংশ যুবক এসবে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠছে। এবার নকল আগ্নেয়াস্ত্র জোগাড় করে তা দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করাই ওই যুবকদের লক্ষ্য ছিল বলে পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
সম্প্রতি কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। কখনও পথচলতি মহিলার ব্যাগ টান দিয়ে নিয়ে যাওয়া তো কখনও বাইকে চেপে এসে গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এই ঘটনা রুখতে পুলিস তৎপর হতেই এক যুবক গ্রেপ্তার হয়। দু’দিন আগে শহরের ম্যাগাজিন রোড এক্সটেনশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিস দীপ্তেন্দ্র রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে।