মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
বিএসএফের হুদুমডাঙা বিওপি থেকে নিমাই মোড় পর্যন্ত পাঁচশো মিটার রাস্তা দীর্ঘ ২৫ বছর ধরে বেহাল অবস্থায়। বর্ষাকালে টোটো নিয়ে যাতায়াত করা যায় না। তখন রাস্তার গর্তে জল ভরে পুকুর হয়ে যায়। শুখা মরশুমে ধুলোবালি ওড়ে। টোটোচালকদের দাবি, গ্ৰাম পঞ্চায়েত অফিসে এ নিয়ে বহুবার জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে এদিন তাঁরা টানা দেড় ঘণ্টা রাস্তা আটকে বসে থাকেন। এতে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও হলদিবাড়ি থানার পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
টোটোচালক ইউনিয়নের সদস্যরা বলেন, কয়েকদিন আগেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হলদিবাড়ি বিডিও’র দ্বারস্থ আমরা হয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কাজ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে চাষিদের ফলানো সব্জি হলদিবাড়ি বাজারে নিয়ে যেতে সমস্যা হয়। ভাঙা রাস্তায় টোটোর যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
টোটোচালক শিবু রায়, মহম্মদ বেলাল বলেন, দীর্ঘদিন ধরেই পাঁচশো মিটার রাস্তার এই দশা। এই রাস্তাটি হলদিবাড়ি বাজারে যাওয়ার একমাত্র পথ। প্রশাসনের আধিকারিকদের জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা চাই দ্রুত বেহাল রাস্তা সংস্কার করা হোক। আরও একবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এদিন আমরা রাস্তা অবরোধ করি। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
এ বিষয়ে হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, আগামী ২৭ তারিখ রাস্তাটি পরিদর্শন করতে যাব। রাস্তা সংস্কার করতে উদ্যোগ নেওয়া হবে।